নয়াদিল্লি: মাত্র কয়েক দিন আগের ঘটনা । মরুশহরে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ । হাড্ডাহাড্ডি সেই ম্যাচের পাল্লা কখনও ঝুঁকেছে ভারতের দিকে, কখনও নিউজ়িল্যান্ডের দিকে ।
যদিও শেষ হাসি হেসেছেন রোহিত শর্মারাই । রুদ্ধশ্বাস ফাইনালে নিউজ়িল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে ভারত । ১২ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে উড়েছে ভারতের তেরঙ্গা ।
সেই নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী এবার ক্রিকেট খেললেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে । আর সেই দৃশ্য কি না দেখা গেল রাজধানী নয়াদিল্লির রাস্তায়!
নয়াদিল্লিতে কপিল দেবের (former India captain Kapil Dev) সঙ্গে গলি ক্রিকেট খেললেন নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন (New Zealand Prime Minister Christopher Luxon) । সঙ্গে যোগ দিলেন নিউজ়িল্যান্ডের প্রাক্তন ব্যাটার রস টেলর (Ross Taylor) এবং বাঁহাতি স্পিনার আজাজ পটেল (Ajaz Patel) । যে সমস্ত কচিকাঁচা তাঁদের খেলা দেখলেন, তাদের উৎসাহিতও করলেন ক্রিকেটারেরা ।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মাদের সামনে শেষ পর্যন্ত হার মানতে হয়েছিল মিচেল স্যান্টনারদের । কিন্তু কিউয়ি প্রধানমন্ত্রী নাছোড় মানসিকতা দেখালেন ব্যাট হাতে । দারুণ কিছু ছক্কা হাঁকাতে দেখা গেল তাঁকে । বেশ কয়েকবার ব্যাট হাতে স্টেপ আউট করে বড় শট খেললেন ৫৪ বছরের ক্রিস্টোফার লুক্সন । ফিল্ডিং করার সময় লেগ স্লিপে দাঁড়িয়ে আজাজ পটেলের দুরন্ত ক্যাচও নিলেন নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী ।
পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি । সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'অবিশ্বাস্য মনে হচ্ছে । দারুণ কিছু বাচ্চার সঙ্গে দিল্লির রাস্তায় কপিল দেবের সঙ্গে ক্রিকেট খেললাম ।' আজাজ বলেন, 'আমি ভেবেছিলাম বলটা গ্লান্স করে লেগ সাইডে রান চুরি করে নেব । আমি ভুলেই গিয়েছিলাম প্রধানমন্ত্রী লেগস্লিপে ফিল্ডিং করছেন । উনি ক্যাচ ধরে নেন । অবিশ্বাস্য ক্যাচ । দারুণ ক্যাচ নিয়েছেন ।' রস টেলরও ক্যাচটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন । বলেছেন, 'দারুণ ক্যাচ ।'
কপিল দেবের সঙ্গে ব্যাটিং করার সময় ক্ষিপ্রতার সঙ্গে বেশ কিছু রানও নেন কিউয়ি প্রধানমন্ত্রী ।