লখনউ: রমরমিয়ে চলছে বিশ্বকাপ (ODI World Cup 2023)। চলতি বিশ্বকাপে নিজের প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিই জিতে সেমিফাইনালে পৌঁছনোর দিকে এক পা বাড়িয়েই রেখেছে ভারত (Indian Cricket Team)। রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বও বেশ প্রশংসিত হয়েছে। এমন দুরন্ত ছন্দে থাকা ভারতীয় দল বিশ্বকাপ জয়ের বড় দাবিদার। নিজের অধিনায়কত্ব প্রসঙ্গ বলতে গিয়ে রোহিত জানান তিনি সবসময় খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করেন।


সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোহিত বলেন, 'খেলোয়াড়দের ম্যানেজ করার জন্য সবার প্রথমে তাদেরকে বোঝা, তাদের প্রয়োজনীয়তা জানাটা জরুরি। তারা কী পছন্দ করে, কী অপছন্দ করে সেটা জানাটা দরকার। কারণ আমরা তো দলগতভাবে একটা খেলা খেলি। এক, দুইজন নয় সকলকে নিয়ে তাই চলতে হয়। আমরা জানি যে বড় টুর্নামেন্ট জিততে সকলের অবদান প্রয়োজন। সকলের আলাদা আলাদা ভূমিকা রয়েছে। তাই সবাইকে মানসিকভাবে চাঙ্গা রাখাটা জরুরি।'


রোহিত জানান তিনি অধিনায়ক হলেও সবসময় খেলোয়াড়দের জুতোয় পা গলিয়ে, তাঁদের মতো করে ভাবার চেষ্টা করেন। 'সকলে কী ভাবছে, কী চাইছে, সেটা বোঝাটা খুব প্রয়োজনীয়। সবটা বুঝে সকলকে নিয়েই সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করি আমি। আমি বাকিদের জায়গায় নিজেকে রেখে বোঝার চেষ্টা করি যে তাদের এই সময় ঠিক কী প্রয়োজন। আমি ভাগ্যবান যে আমার আশেপাশে থাকা ক্রিকেটার, দলের সাপোর্ট স্টাফরা সকলেই খুব ভাল এবং পরিপক্ক।' বলেন ভারতীয় অধিনায়ক।


এই গোটা বিষয়টাই অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধ করেছেন বলে জানান রোহিত। 'এটা কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। দিনের পর দিন খেলে, নিজের অভিজ্ঞতা থেকে দলের সাফল্যের জন্য কী প্রয়োজন সেটা শিখেছি। সবার প্রয়োজনীয়তা বুঝে তাদেরকে নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ করে দেওয়াটা সাফল্য লাভের জন্য প্রয়োজনীয় বলে আমার মনে হয়। এত বড় টুর্নামেন্ট খেলার চাপে এই বিষয়টা অনেকসময়ই ঘেটে যেতে পারে। তাই সকলে একত্রিত হয়ে, সকলে মানসিকভাবে যাতে ভাল জায়গায় থাকে এবং নিজেদের সেরা খেলাটা খেলতে পারে সেটা দেখার প্রয়োজন। বাইরে কী হচ্ছে, সেই নিয়ে বেশি মাথাঘামানোর প্রয়োজনীয়তা নেই।' মত রোহিতের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ইডেনে বিপত্তি!