Pakistan vs Sri Lanka LIVE: অপরাজিত সেঞ্চুরি রিজওয়ানের, বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের সবচেয়ে বড় রান তাড়া করে জয়

ODI World Cup 2023, PAK Vs SL: পাকিস্তানের বিশ্বকাপের সাত ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল।

ABP Ananda Last Updated: 10 Oct 2023 10:28 PM
PAK Vs NZ Live Score: জয় পাকিস্তানের

অপরাজিত ১৩৪ রানের ইনিংস খেলে পাকিস্তানকে জেতালেন মহম্মদ রিজওয়ান। ৬ উইকেটে জয় বাবর আজমের দলের।

PAK Vs SL Live: সেঞ্চুরি রিজওয়ানের

সেঞ্চুরি হাঁকালেন মহম্মদ রিজওয়ান। ওয়ান ডে কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকালেন পাকিস্তানের উইকেট কিপার ব্য়াটার।

PAK Vs NZ Live Score: আউট আব্দুল্লাহ শাফিক

পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন। শতরানের ইনিংস খেলে ফিরে গেলেন আব্দুল্লাহ শাফিক। ১১৩ রান করে আউট হলেন তিনি।

PAK Vs SL Live: ২৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১৪১/২

২৬ ওভারে বোর্ডে ১৪১ রান তুলে নিল পাকিস্তান শিবির। অর্ধশতরান হাঁকিয়ে ক্রিজে অপরাজিত রয়েছেন আব্দুল্লাহ শাফিক। 

PAK Vs NZ Live Score: ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪৮/২

১০ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে ৪৮ রান তুলে নিল পাকিস্তান। ক্রিজে আছেন মহম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ শাফিক।

PAK Vs SL Live: আউট বাবর

মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

PAK Vs NZ Live Score: পাকিস্তানের প্রথম উইকেটের পতন

রান তাড়া করতে নেমেই এক উইকেটের পতন পাকিস্তানের। ফিরে গেলেন ইমাম উল হক।

PAK Vs SL Live: ৫০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৩৪৪/৯

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ৩৪৪ রান তুলে নিল শ্রীলঙ্কা।

PAK Vs NZ Live Score: আউট সাদিরা

দুরন্ত শতরানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন সাদিরা সমরাবিক্রমা। হাসান আলির বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সাদিরা।

PAK Vs SL Live: ৩৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২৫৫/৪

৩৬ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ২৫৫ রান তুলে নিল শ্রীলঙ্কা। 

PAK Vs NZ Live Score: থামল মেন্ডিসের ইনিংস

বড় শট হাঁকাতে গিয়ে ১২২ রানেই থামল কুশল মেন্ডিসের অনবদ্য ইনিংস। মেন্ডিসকে আউট করে পাকিস্তানকে তৃতীয় সাফল্য এনে দিলেন হাসান আলি। ২৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২১৮/৩। সামারাবিক্রমা ৩৬ রানে ব্যাট করছেন।

PAK Vs SL Live: মেন্ডিসের শতরান

মাত্র ৬৫ বলে হাসান আলিকে ছক্কা হাঁকিয়ে শতরান পূরণ করলেন শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস। তিনি ১০৬ রানে ব্যাট করছেন। সামারাবিক্রমা ৩৪ রানে খেলছেন। ২৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৯৯/২।

PAK Vs NZ Live Score: দুরন্ত ছন্দে মেন্ডিস

দুরন্ত ছন্দে ব্যাট করছেন কুশল মেন্ডিস। বিশ্বকাপে নাগাড়ে দ্বিতীয় অর্ধশতরান হাঁকালেন মেন্ডিস। তিনি আপাতত ৬৮ রানে ব্যাট করছেন। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন সাদিরা সামারাবিক্রমা। তিনি ২৮ রানে ব্যাট করছেন। ২২তম ওভারেই ১৫০ রানের গণ্ডি পার করল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের বর্তমান স্কোর ১৫৪/৪।

PAK Vs SL Live: ৫০ পার

নবম ওভারে ৫০ রানের গণ্ডি পার করল শ্রীলঙ্কা। বর্তমানে পাথুম নিসঙ্কা ২৪ ও কুশল মেন্ডিস ২৩ রানে ব্যাট করছেন।

PAK Vs NZ Live Score: প্রথম সাফল্য

ম্যাচে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দিলেন হাসান আলি। শূন্য রানে কুশল পেরেরাকে সাজঘরে ফেরালেন হাসান আলি। পাঁচ রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। ২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬/১।

PAK Vs SL Live: টস জিতল শ্রীলঙ্কা

পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। দুই দলই নিজেদের গত ম্যাচের একাদশ থেকে এক বদল ঘটিয়েছে।

প্রেক্ষাপট

হায়দরাবাদ: মাত্র তিন সপ্তাহ আগের ঘটনা। বাইশ গজে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা (Pak vs SL)। সেই ম্যাচের গুরুত্ব ছিল আরও বেশি। কারণ, যে দল জিতবে, এশিয়া কাপের ফাইনালে পৌঁছবে, এমন ছিল পরিস্থিতি। সেই ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে উঠেছিলেন দাসুন শনাকারা। স্বপ্নভঙ্গ হয়েছিল পাকিস্তানের।


দুই দেশই বিশ্বকাপে একটি করে ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে আহামরি কিছু না খেলেও জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। আর শ্রীলঙ্কা হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।


পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ নিজামের শহর হায়দরাবাদে। যে শহরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলেছিল পাকিস্তান। আর বাবর আজ়ম (Babar Azam) বলে দিয়েছিলেন, মনেই হচ্ছে না দেশের বাইরে রয়েছি। হায়দরাবাদে এটাই পাকিস্তানের শেষ ম্য়াচ। তারপরই আমদাবাদের উদ্দেশে রওনা হয়ে যাবে পাক দল। নাসিম শাহর অনুপস্থিতিতে প্রথম ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন পেসার হ্যারিস রউফ। যা পাক শিবিরকে স্বস্তি দেবে।


শ্রীলঙ্কা চাইবে দক্ষিণ আফ্রিকার ম্যাচে বোলারদের পারফরম্যান্স ভুলে নতুন করে শুরু করতে। কারণ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারশোর বেশি রান হজম করেছিলেন মাথিশা পাথিরানা, দুনিথ ওয়েল্লালাগেরা। তবু শ্রীলঙ্কা শিবিরকে স্বস্তি দেবে ব্যাটারদের ফর্ম। চারশো রান তাড়া করে তিনশোর বেশি স্কোর করেছিল শ্রীলঙ্কা। 


তবে বিশ্বকাপে পাকিস্তান বরাবরের কঠিন ঠাঁই শ্রীলঙ্কার। ভারতকে যেমন ওয়ান ডে বিশ্বকাপে কোনওদিন হারাতে পারেনি পাকিস্তান, একইভাবে শ্রীলঙ্কা কোনওদিনই পাকিস্তানের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়তে পারেনি। ফল পাকিস্তানের পক্ষে ৭-০। এবার কি সেই রেকর্ড পাল্টাবে? দাসুন শনাকারা চেষ্টার কসুর অন্তত করবেন না।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.