মুম্বই: মুম্বইয়ে কার্যত মরণ-বাঁচন ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আফগানিস্তান (AUS vs AFG)। সেই ম্যাচেই রচিত হল ইতিহাস। প্রথম আফগান ব্যাটার হিসাবে বিশ্বকাপের (ODI World Cup 2023) মঞ্চে সেঞ্চুরি হাঁকালেন তরুণ ব্যাটার ইব্রাহিম জ়াদরান (Ibrahim Zadran)। এই শতরানের পরেই 'মাস্টার ব্লাস্টার'কে কৃতজ্ঞতা জানালেন জ়াদরান।


ম্যাচের আগেরদিনই আফগানিস্তান শিবিরে সকলের সঙ্গে দেখা করেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ঠিক তার পরের দিনই সচিনের ঘরের মাঠে দুরন্ত শতরান হাঁকান ইব্রাহিম জ়াদরান। ঐতিহাসিক সেঞ্চুরির পরেই সচিনকে কৃতজ্ঞতা জানিয়ে জ়াদরান বলেন সচিন তাঁদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন। এর ফলেই তিনি উপকৃতই হন। 'আমি সচিনের সঙ্গে বেশ খানিকটা সময় কথা বলেছিলাম। ওঁ আমাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। ওঁ আমায় উদ্বুদ্ধ করেন এবং আত্মবিশ্বাসও জোগান।' জানান জ়াদরান।


ইতিহাস গড়ে স্বাভাবিকভাবেই খুশি জ়াদরান। এই টুর্নামেন্টে এর আগেও একবার শতরানের দোরগোড়ায় পৌঁছেছিলেন জ়াদরান। পাকিস্তানের বিরুদ্ধে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেইবার শতরান হাতছাড়া হলেও, ওই ইনিংসের হতাশা এই ইনিংসে মেটাতে তিনি বদ্ধপরিকর ছিলেন বলেই জানান আফগান তারকা। 


জ়াদরান বলেন, 'বিশ্বকাপে প্রথম আফগান ক্রিকেটার হিসাবে শতরান হাঁকিয়ে বেশ ভালই লাগছে। এই টুর্নামেন্টের আগে আমি প্রচুর খাটা খাটনি করেছি। পাকিস্তানের বিরুদ্ধে আমি শতরান হাতছাড়া করেছিলাম। তাই এই ম্যাচে সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর ছিলাম। তিন ম্যাচের মধ্যে শতরান আসবে বলে আমার মনে হচ্ছিল। উইকেটও তো ভালই ছিল। আমি দলকে জানাই যে আমাদের ২৮০-২৮৫ রান মতো প্রয়োজন। উইকেট থাকলে তিনশো রানের গণ্ডিও পার করতে পারি। শেষের দিকে কয়েকটা উইকেট হারালেও রশিদ দারুণ ইনিংস খেলল।'


 






জ়াদরান জানিয়ে দেন নিজেদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পেরেছেন তাঁরা। এবার বোলিং এবং ভাল ফিল্ডিং করলে কিন্তু অস্ট্রেলিয়াকে তাঁরা হারাতেই পারেন বলে আত্মবিশ্বাসী আফগান তারকা। আফগান বোলাররা নিজেদের সেরাটা তুলে ধরতে পারেন কি না এবার সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ওয়াংখেড়েতে ইতিহাস, প্রথম আফগান ব্যাটার হিসাবে বিশ্বকাপে শতরান ইব্রাহিমের