PAK vs SA: কোহলির চেয়েও বড়, ৩৯ ছুঁই ছুঁই বয়সে টেস্টে অভিষেক! নজির গড়লেন পাকিস্তানের আফ্রিদি
Pakistan vs South Africa: পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার (Pakistan vs South Africa) মধ্যে রাওয়ালপিন্ডিতে হওয়া দ্বিতীয় টেস্টে নজির গড়লেন আসিফ আফ্রিদি।

রাওয়ালপিণ্ডি: পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার (Pakistan vs South Africa) মধ্যে রাওয়ালপিন্ডিতে হওয়া দ্বিতীয় টেস্টে নজির গড়লেন আসিফ আফ্রিদি। এই ম্যাচেই তাঁর অভিষেক হয়েছে। বয়সে তিনি বিরাট কোহলির চেয়ে ২ বছরের বড়। কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। আর আসিফ কি না এই বয়সে এসে টেস্টে পাকিস্তানের হয়ে অভিষেক ঘটালেন!
২ ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান। সিরিজ ড্র করতে হলে এই টেস্ট যে কোনও মূল্যে জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান প্রথমে ব্যাটিং করছে। এই ম্যাচে আসিফ আফ্রিদির অভিষেক হয়েছে, যা আগে থেকেই প্রত্যাশিত ছিল। তিনি পাকিস্তানের হয়ে টেস্টে অভিষেক করা দ্বিতীয় সবচেয়ে বেশি বয়স্ক খেলোয়াড়।
পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে অভিষেক ঘটানো ক্রিকেটার কে?
টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হয়েছিল মিরান বখশের, যিনি ১৯৫৫ সালে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছিলেন। সেই সময় তাঁর বয়স ছিল ৪৭ বছর ২৮৪ দিন।
আসিফ আফ্রিদির টেস্ট অভিষেক হল সোমবার, ২০ অক্টোবর। যেদিন তাঁর বয়স ৩৮ বছর ২৯৯ দিন। ডিসেম্বরে তাঁর ৩৯ বছর বয়স হবে। এটা অবাক করার মতো ঘটনা, কারণ এই বয়সে সাধারণত কোনও খেলোয়াড় তাঁর কেরিয়ারে ইতি টানেন।
Asif Afridi becomes the second oldest to make his Test debut while playing for Pakistan۔
— Zeeshan Qayyum 🇵🇰 (@XeeshanQayyum) October 20, 2025
Miran Bakhsh is their oldest at 47 when he debuted against India in 1955 pic.twitter.com/cCIv0kkap4
আসিফ আফ্রিদির রেকর্ড
আসিফের জন্ম ২৫ ডিসেম্বর, ১৯৮৬ সালে পেশোয়ারে হয়েছিল। তিনি একজন বোলিং অলরাউন্ডার। তিনি ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯৮ উইকেট নিয়েছেন, তিনি ১৩ বার ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন এবং ২ বার একটি ইনিংসে ১০টি উইকেটই নিয়েছেন। এছাড়াও, তিনি ৬০টি লিস্ট এ ম্যাচে ৮৩ উইকেট নিয়েছেন।
প্রথম দিনের আপডেট
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক শান মাসুদ। শুরুতেই ইমাম উল হককে হারায় পাকিস্তান। তবে আবদুল্লা শফিক (৫৭) ও শান (৮৭) ইনিংসের হাল ধরেন। প্রথম দিনের শেষে পাকিস্তানের স্কোর ৯১ ওভারে ২৫৯/৫। সউদ শাকিল ৪২ রানে ক্রিজে। ২টি করে উইকেট কেশব মহারাজ ও সাইমন হারমারের।




















