(Source: ECI | ABP NEWS)
Prithvi Shaw: শতরান হাঁকালেন, আবার একইদিনে প্রাক্তন সতীর্থকে ব্যাট দিয়ে মারতে গিয়ে বিতর্কেও জড়ালেন পৃথ্বী শ
BCCI Domestic: প্রাক রঞ্জি প্রস্তুতপর্বের ম্য়াচে মহারাষ্ট্রের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ২২০ বলে ১৮১ রানের ইনিংস খেলেন পৃথ্বী শ।

পুণে: তাঁর মধ্যে প্রতিভার কোনওদিন কমতি ছিল না। সচিন তেন্ডুলকরের পর তিনিই তো সবথেকে কম বয়সে টেস্ট শতরান হাঁকানো ভারতীয় ক্রিকেটার। তবে আপাতত ভারতীয় দলের আশেপাশেও নেই পৃথ্বী শ (Prithvi Shaw)। বিতর্কে জর্জরিত হয়ে তাঁর কেরিয়ার সামনের দিকে এগোনোর বদলে ক্রমশই পিছিয়েছে। মঙ্গলবার যেন প্রাক রঞ্জি ট্রফি প্রস্তুতি পর্বে নিজের স্বরূপটা একেবারে মেলে ধরলেন তরুণ ভারতীয় ক্রিকেটার। একদিকে যেখানে তাঁর ব্যাট থেকে চোখধাঁধানো শতরান এল, তেমনই তিনি বিতর্কেও জড়ালেন।
নিজের কেরিয়ারকে পুনরায় সঠিক পথে ফেরাতে পৃথ্বী শ এই ঘরোয়া মরশুমের আগেই দল বদলেছেন। মুম্বই ছেড়ে তিনি মহারাষ্ট্রের দলে যোগ দিয়েছেন। ভাল ফর্মেও রয়েছেন পৃথ্বী। ডান হাতি ওপেনার বুচিবাবু ট্রফিতে একটি শতরান ও একটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এবার রঞ্জি ট্রফিতেও ভাল পারফর্ম করে দেশের জার্সি পুনরায় গায়ে চাপাতে মরিয়া পৃথ্বী। ১৫ অক্টোবর তিরুঅনন্তপুরমে কেরলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মহারাষ্ট্র নিজেদের রঞ্জি অভিযান শুরু করবে।
রঞ্জি ট্রফি শুরুর আগে, নিজেদের শেষবেলার প্রস্তুতি সেরে নিতে পুণের এমসিএ স্টেডিয়ামে মহারাষ্ট্র মুম্বইয়ের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে পৃথ্বী শ ১৪০ বলে দুরন্ত শতরান হাঁকান। শুরুটা দেখেশুনে করে ৮৪ বলে অর্ধশতরান করেন পৃথ্বী। তবে ইনিংস যত এগোয়, তাঁর রানের গতিও বাড়ে। শেষমেশ ২২০ বলে ১৮১ রানে তাঁর ইনিংস থামে। অর্শিন কুলকার্নির সঙ্গে মিলে পৃথ্বী মোট ৩০৫ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। উভয় ব্যাটারই শতরান হাঁকান।
Prithvi Shaw anchored the innings with a magnificent 181 off 220 deliveries, showcasing his trademark elegance and temperament 🏏#mca #mcacricket #TeamMaharashtra #teamaha #cricketmaharshtra pic.twitter.com/t2igXAZzO0
— Maharashtra Cricket Association (@MahaCricket) October 7, 2025
দুরন্ত ইনিংস খেলে আউট হওয়ার পরেই নিজের প্রাক্তন দল মুম্বইয়ের ক্রিকেটার মুশির খানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পৃথ্বী। সরফরাজ খানের ভাই মুশির খান নিজের বাঁ-হাতি স্পিন বোলিংয়েই পৃথ্বীর ইনিংসের যবনিকা পতন করেন। তবে তিনি পৃথ্বীকে আউট করে থামেননি। মুশিরকে তাঁকে সেন্ড অফ দিতেও দেখা যায়। এতেই মেজাজ হারান পৃথ্বী। রাগে মুশিরের দিকে তেড়ে গিয়ে তাঁকে ব্যাট দিয়ে মারতে উদ্যত হন পৃথ্বী।
Prithvi Shaw should let his bat do the talking. Why spoiling his career again and again pic.twitter.com/2ewvn6kB6g
— The last dance (@26lastdance) October 7, 2025
কোনওক্রমে পৃথ্বীকে আম্পায়াররা থামান। এরপর সিদ্ধেশ লাডকেও পৃথ্বীকে টেনে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। তাকপরেও অবশ্য বাক্য বিনিময়ের পর্ব অব্যাহত থাকে। এই ঘটনা ও আজকের দিন ফের একবার পৃথ্বী শয়ের দুইদিকই স্পষ্ট করে দিল।




















