Prithvi Shaw: মুম্বই ছাড়তে চেয়ে চিঠি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের, কোন রাজ্যের হয়ে ক্রিকেট খেলবেন?
Indian Cricket Team News: নিজের কেরিয়ারকে নতুন দিশা দিতে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন পৃথ্বী শ? তিনি মুম্বই ছাড়তে চান।

মুম্বই: একটা সময় বলা হতো, তিনি ভারতীয় ক্রিকেটের 'নেক্সট বিগ থিং'। তাঁর নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। যে দলের অন্যতম ক্রিকেটার ছিলেন শুভমন গিল। এখন যিনি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক।
সেই পৃথ্বী শ (Prithvi Shaw) পরবর্তী সময়ে ধারাবাহিকতার অভাবে জাতীয় দল থেকে বাদ পড়েছেন। আইপিএলে দল পাননি। তাঁর ফিটনেস থেকে শুরু করে উচ্ছৃঙ্খল জীবনযাত্রা, সব কিছু নিয়েই প্রশ্ন উঠেছে।
নিজের কেরিয়ারকে নতুন দিশা দিতে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন পৃথ্বী শ? তিনি মুম্বই ছাড়তে চান। আসন্ন ঘরোয়া ক্রিকেট মরশুমের আগে তিনি মুম্বই ক্রিকেট সংস্থা (Mumbai Cricket Association) থেকে নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে চিঠি দিয়েছেন।
চিঠিতে পৃথ্বী লিখেছেন, 'মুম্বই ক্রিকেট সংস্থাকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং সমর্থন করার জন্য। যতদিন আমি এই সংস্থার প্রতিনিধিত্ব করেছি। এমসিএ-র অংশ হতে পারাটা সম্মানের। আমি এখান থেকে যে অভিজ্ঞতা পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।' মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদমাধ্যমের কাছে চিঠি পাওয়ার খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।
কেন মুম্বই ছাড়তে চান পৃথ্বী শ? তিনি লিখেছেন, 'আমার কেরিয়ারের এই জায়গায় দাঁড়িয়ে আমি অন্য একটি রাজ্যের হয়ে পেশাদার ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছি। আমি বিশ্বাস করি ক্রিকেটার হিসাবে আমার উন্নতির জন্য এই সুযোগ কার্যকরী হবে। সেই কারণে আমি এনওসি চাইছি। তাতে আসন্ন ঘরোয়া মরশুমে আমি অন্য রাজ্য সংস্থাটির হয়ে খেলতে পারব।'
পৃথ্বী শ জানিয়েছেন, মুম্বই ক্রিকেট সংস্থার প্রতি গভীর শ্রদ্ধা রেখেই তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন। বছরের পর বছর ধরে মুম্বই ক্রিকেট সংস্থা তাঁকে যে সুযোগ দিয়েছে, তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
২৫ বছর বয়সী পৃথ্বী ভারতের হয়ে ৫টি টেস্ট ও ৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। তবে গত মরশুমে ফিটনেস ও শৃঙ্খলার অভাবে তাঁকে মুম্বইয়ের রঞ্জি ট্রফির দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বরে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ফাইনালে শেষবার তাঁকে মুম্বইয়ের হয়ে খেলতে দেখা গিয়েছিল। সেই টুর্নামেন্টের ফাইনালে মধ্য প্রদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই।
তবে বারবার প্রশ্নের মুখে পড়েছে পৃথ্বীর উচ্ছৃঙ্খল জীবনযাত্রা। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ফাইনালের পর মুম্বইয়ের অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেছিলেন, 'ওর পরিশ্রম করার ধরন ঠিক করতে হবে। সেটা পারলে ওর সীমা আকাশ। আমরা তো কাউকে কোলে বসিয়ে শেখাতে পারি না, তাই না?'



















