Ranji Trophy 2025-26: কেরলের রঞ্জি দলে ফিরলেন স্যামসন, তবে পেলেন না নেতৃত্ব
Sanju Samson: এদিন স্কোয়াড ঘােষণা হওয়ার মুহূর্ত থেকে নজর ছিল স্যামসনের দিকেই। তাঁকে দলে নেওয়ায় নিঃসন্দেহে কেরল শিবিরের জন্য তা গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ সচিন বেবিকেও দলে রাখা হয়েছে।

তিরুবনন্তপুরম: রঞ্জি ট্রফির (Ranji Trophy 2025-26) জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল কেরল ক্রিকেট অ্য়াসোসিয়েশন। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে রঞ্জির দ্বিতীয় পর্ব। তার আগে দল ঘোষণা করে ফেলেছে সব রাজ্য ক্রিকেট অ্য়াসোসিয়েশনই। কেরলও তাদের রঞ্জি দল ঘোষণা করে ফেলল। তবে চমক একটাই দলে সুযোগ পেলেও নেতৃত্ব হারালেন সঞ্জু স্য়ামসন। তাঁকে স্কোয়াডে রাখলেও নেতৃত্বভার দেওয়া হল না। উল্টো উইকেট কিপার ব্য়াটার মহম্মদ আজহারউদ্দিনকে নেতৃত্বভার দেওয়া হল। অন্যদিকে বাবা অপরাজিতকে সহ অধিনায়কের পদে দেখা যাবে।
এদিন স্কোয়াড ঘােষণা হওয়ার মুহূর্ত থেকে নজর ছিল স্যামসনের দিকেই। তাঁকে দলে নেওয়ায় নিঃসন্দেহে কেরল শিবিরের জন্য তা গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ সচিন বেবিকেও দলে রাখা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন স্যামসন। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল।
গত রঞ্জি মরশুমে কেরল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আজহারউদ্দিন। দলীপ ট্রফিতে সাউথ জোনের নেতৃত্বভারও সামলেছিলেন তিনি। এবার রঞ্জি ট্রফিতে কেরলের নেতৃত্বে দেখা যাবে উইকেট কিপার ব্য়াটারকে।
আগামী ১৫ অক্টোবর থেকে রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বে নিজেদের অভিযান শুরু করছে কেরল। মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেরলের। কেরলের জার্সিতে খেলা জলজ সাক্সেনাকে দেখা যাবে এবার মহারাষ্ট্রের জার্সিতে।
মুম্বই দলে রাখা হল না সূর্যকুমার যাদবকে
শুক্রবার, ১০ সেপ্টেম্বর তেমনভাবেই মুম্বই ক্রিকেট সংস্থার তরফেও জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে তাদের প্রথম ম্য়াচের দল ঘোষণা করা হয়। তবে সেই দলে নেই সূর্যকুমারের নাম। পরিবর্তে সঞ্জয় পাতিলের নেতৃত্বাধীন মুম্বই নির্বাচক কমিটি, যাতে প্রাক্তন ভারতীয় প্রধান নির্বাচক দিলীপ বেঙ্গসরকারও রয়েছেন, তাঁরা আয়ুষ মাত্রেকে দলে নিয়েছেন। সদ্যই অস্ট্রেলিয়ায় দাপুটে মেজাজে টেস্ট এবং ওয়ান ডে, উভয় সিরিজ়ই জিতে নিয়েছে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। সেই দলের অধিনায়ক আয়ুষ। তিনি অস্ট্রেলিয়া থেকে ফিরেই সঙ্গে সঙ্গে আরেক ম্যাচ খেলতে নেমে পড়বে। দলের সঙ্গে মুম্বই বিমানবন্দরে সরাসরি দেখা করে শ্রীনগর উড়ে যাবে তরুণ ক্রিকেটার। সূর্যকে দলে না নেওয়ার এই সিদ্ধান্ত কিন্তু তাঁর লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে ফেরার মনবাসনায় পূর্ণচ্ছেদ ঘটাতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে এমসিএ-র তরফে জানানো হয়েছে সূর্যকুমারকে দল থেকে বাদ দেওয়া হয়নি।



















