Ranji Trophy: ফের বদলে যাচ্ছে বাংলার অধিনায়ক, রঞ্জিতে ত্রিপুরার কাছে আটকে যাওয়ার পর ফিল্ডিং নিয়ে প্রশ্ন
Bengal Cricket Team: বাংলার ফিল্ডাররা চারটি ক্যাচ ফেলেন। যার মধ্যে দুটি ক্যাচ হনুমা বিহারীর। সেই হনুমাই ১৪১ রান করে দলকে তিন পয়েন্ট এনে দিলেন।

কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) গ্রুপ বিন্যাসের পরই আলোচনা শুরু হয়েছিল, এবার অপেক্ষাকৃত সহজ বন্ধনীতে রয়েছে বাংলা। এলিট গ্রুপ সি-তে কর্নাটক, তামিলনাড়ু, মুম্বই, বিদর্ভ বা সৌরাষ্ট্রের মতো ঘরোয়া ক্রিকেটের বড় দল নেই। কিন্তু তৃতীয় ম্যাচে এসেই হোঁচট খেল বাংলা। আটকে গেল এমন এক দলের কাছে, যারা প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল। ত্রিপুরার ঘরের মাঠে ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড হজম করেছিল বাংলা। ড্র হওয়া ম্য়াচ থেকে ত্রিপুরা পেয়েছে তিন পয়েন্ট। মাত্র ১ পয়েন্ট নিয়েই আগরতলা ছাড়তে হচ্ছে বাংলাকে।
যে পারফরম্যান্সের পর প্রশ্ন উঠছে বাংলার ফিল্ডিং নিয়ে। প্রথম ইনিংসে ৩৩৬ রান তুলেছিল বাংলা। জবাবে ৩৮৫ তোলে ত্রিপুরা। ৯৩/৬ হয়ে যাওয়ার পরেও বাংলার ফিল্ডারদের বদান্যতায় প্রথম ইনিংসের লিড নেয় ত্রিপুরা। বাংলার ফিল্ডাররা চারটি ক্যাচ ফেলেন। যার মধ্যে দুটি ক্যাচ হনুমা বিহারীর। সেই হনুমাই ১৪১ রান করে দলকে তিন পয়েন্ট এনে দিলেন। দুটি ক্যাচ ফেলেছেন এই ম্যাচে অধিনায়কত্ব করা উইকেটকিপার অভিষেক পোড়েল। মহম্মদ শামি ম্যাচে কোনও উইকেট পাননি। তাঁর বলে পড়ে দুটি ক্যাচ। সেঞ্চুরি করেন ত্রিপুরার অধিনায়ক, মিডিয়াম পেসার মণিশঙ্কর মুরা সিংহ। যা বাংলার নখদন্তহীন বোলিংয়ে চেহারাটা তুলে ধরেছে।
ব্যাটিং নিয়েও থাকছে প্রশ্ন। সুদীপ চট্টোপাধ্যায় চোট পাওয়ায় আগের ম্যাচের দ্বিতীয় ইনিংস থেকে সুযোগ পাচ্ছেন কাজি জুনেইদ সইফি। ২৭ বছরের বাঁহাতি ব্যাটার ইডেনে গুজরাতের বিরুদ্ধে তিন নম্বরে নেমে ১ রান করে কুৎসিতভাবে এলবিডব্লিউ হয়েছিলেন। ত্রিপুরার বিরুদ্ধে ইনিংস ওপেন করে করলেন ০ ও ০। দুই ইনিংস মিলিয়ে ১৬ বল ক্রিজে কাটিয়েও খাতা খুলতে পারেননি।
রঞ্জি ট্রফিতে বাংলার পরের ম্যাচ সুরাতে। রেলওয়েজ়ের বিরুদ্ধে। সেই ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে কাজিকে। দলে একাধিক বদল করা হয়েছে। রাইজিং স্টারস এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন অভিষেক পোড়েল। ৮ নভেম্বর থেকে রেলওয়েজ়ের বিরুদ্ধে শুরু হতে চলা ম্যাচে তাঁকে পাবে না বাংলা। উইকেটকিপার হিসাবে শাকির হাবিব গাঁধী থাকছেন। সঙ্গে নেওয়া হয়েছে অগ্নিভ পানকে।
সেই ম্যাচে বাংলার অধিনায়কত্ব করবেন কে? অভিমন্যু ঈশ্বরণকে পাওয়া যাবে না। নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে শাহবাজ আমেদ। এ নিয়ে চারটি ম্যাচে তিনজন আলাদা আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলতে হবে বাংলাকে।
রেলওয়েজ় ম্যাচের জন্য নির্বাচিত বাংলা দল: শাহবাজ আমেদ, সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুমন্ত গুপ্ত, সৌরভ সিংহ, শাকির হাবিব গাঁধী (উইকেটকিপার), অগ্নিভ পান (উইকেটকিপার), শুভম চট্টোপাধ্যায়, আদিত্য পুরোহিত, বিশাল ভাটি, রাহুল প্রসাদ, সূরয সিন্ধু জয়সওয়াল, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, সুমিত মোহান্ত, বিকাশ সিংহ ও কণিষ্ক শেঠ।



















