Ranji Trophy: বদলে গেল বাংলার অধিনায়ক! ত্রিপুরার বিরুদ্ধে দলে এক ঝাঁক বদল, রঞ্জিতে পরীক্ষা এবার আগরতলায়
BCCI: প্রথম ম্যাচে উত্তরাখণ্ড, পরের ম্যাচে গুজরাত। ঘরের মাঠে পরপর দুই জয়ের পর রঞ্জি ট্রফির নক আউট ওঠার দৌড়ে ভালমতোই রয়েছে বাংলা।

কলকাতা: মরশুমের মাঝপথে বদলে গেল বাংলার রঞ্জি (Ranji Trophy) দলের অধিনায়ক ।
পরপর দুই ম্যাচ জিতে রঞ্জি ট্রফিতে অভিযান শুরু করেছে বাংলা । প্রথম ম্যাচে উত্তরাখণ্ড, পরের ম্যাচে গুজরাত । ঘরের মাঠে পরপর দুই জয়ের পর রঞ্জি ট্রফির নক আউট ওঠার দৌড়ে ভালমতোই রয়েছে বাংলা । ২ ম্যাচের শেষে বাংলার পয়েন্ট ১২ । এলিট গ্রুপ সি-তে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে বাংলা । সার্ভিসেস ও হরিয়ানার ঠিক পরেই ।
বাংলার পরের পরীক্ষা আগরতলায় । ত্রিপুরার বিরুদ্ধে । চলতি মরশুমে প্রথমবার বাইরের মাঠে খেলবে বাংলা । তবে প্রতিপক্ষ ত্রিপুরা একেবারেই ছন্দে নেই । গ্রুপে পরপর দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ত্রিপুরা ।
তবে ত্রিপুরা ম্যাচে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে বাংলা । অভিমন্যু ঈশ্বরণ নন, বাংলার অধিনায়কত্ব করবেন অভিষেক পোড়েল । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন অভিমন্যু । তাঁকে ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচে পাওয়া যাবে না । এবারই নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল উইকেটকিপার অভিষেককে । তাঁকে বাংলার সহ অধিনায়ক করা হয়েছিল । টুর্নামেন্টে তৃতীয় ম্যাচেই তিনি নেতৃত্ব দেবেন বাংলার ক্রিকেট দলকে ।
অভিমন্যুর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন আকাশ দীপও । তিনিও ত্রিপুরার বিরুদ্ধে খেলতে পারবেন না । চোট পেয়ে অন্তত মাস খানেকের জন্য ছিটকে গিয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় । সব মিলিয়ে বাংলা দলে বেশ কয়েকটি বদল হয়েছে । ত্রিপুরা ম্যাচের দলে সুযোগ পেয়েছেন শুভম চট্টোপাধ্যায়, আদিত্য পুরোহিত ও মিডিয়াম পেসার মহম্মদ কাইফ ।
বুধবারই আগরতলায় পৌঁছে গিয়েছে বাংলা দল । বাংলার পক্ষে ইতিবাচক খবর বলতে, মহম্মদ শামি এই ম্যাচেও খেলবেন । তিনি থাকা মানে বাংলার বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে । ত্রিপুরার বিরুদ্ধে ৬ পয়েন্টের জন্য ঝাঁপাতে চান বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল ।
ত্রিপুরা ম্যাচের বাংলা দল:
অভিষেক পোড়েল (অধিনায়ক ও উইকেটকিপার), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিংহ, শাকির হাবিব গাঁধী (উইকেটকিপার), কাজি জুনেইদ সইফি, শুভম চট্টোপাধ্যায়, আদিত্য পুরোহিত, শাহবাজ আমেদ, বিশাল ভাটি, রাহুল প্রসাদ, সূরয সিন্ধু জয়সওয়াল, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, সুমিত মোহান্ত, বিকাশ সিংহ ও মহম্মদ শামি




















