Ranji Trophy: বৃষ্টি-কাঁটার মধ্যে বাংলা শিবিরে উদ্বেগ বাড়াল সুদীপের চোট, মাঠ থেকেই নিয়ে যেতে হল হাসপাতালে
Eden Gardens: ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে (Ranji Trophy) গুজরাতকে কোণঠাসা করে ফেলেও পুরোপুরি স্বস্তিতে নেই বাংলা। বরং রবিবার, ম্যাচের দ্বিতীয় দিনের শেষে জোড়া উৎকণ্ঠা বাংলা শিবিরে।

সন্দীপ সরকার, কলকাতা: প্রথম ইনিংসে তিন ব্যাটারের লড়াকু হাফসেঞ্চুরি। বল করতে নেমে দলগতভাগে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া। দ্বিতীয় দিনের শেষে ১৭২ রানের বিশাল লিড। আর মাত্র তিন উইকেট নিতে পারলেই তিন পয়েন্ট নিশ্চিত। যদি আর ২২ রানের মধ্যে তিন উইকেট ফেলে দেওয়া যায়, তাহলে তিন পয়েন্টের পাশাপাশি বিপক্ষকে ফলো অন করিয়ে ৭ পয়েন্টের জন্য ঝাঁপানোর হাতছানিও থাকছে।
ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে (Ranji Trophy) গুজরাতকে কোণঠাসা করে ফেলেও পুরোপুরি স্বস্তিতে নেই বাংলা। বরং রবিবার, ম্যাচের দ্বিতীয় দিনের শেষে জোড়া উৎকণ্ঠা বাংলা শিবিরে। পয়লা নম্বর দুশ্চিন্তার নাম যদি হয় বৃষ্টির ভ্রুকুটি, দ্বিতীয় কাঁটা অভিজ্ঞ ব্যাটার সুদীপ চট্টোপাধ্যায়ের চোট। গুজরাতের ব্যাটিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাঁটুতে গুরুতর চোট পান সুদীপ। বাঁহাতি ব্যাটারের যন্ত্রণা এতটাই গুরুতর ছিল যে, তিনি দাঁড়াতেই পারছিলেন না। বাংলা দলের ফিজিও মাঠে নেমে বেশ কিছুক্ষণ শুশ্রূষা করার পরেও পরিস্থিতি পাল্টায়নি। শেষ পর্যন্ত সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হল সুদীপকে।
কেমন আছেন সুদীপ? দিনের খেলার শেষে বাংলার অলরাউন্ডার শাহবাজ আমেদ বললেন, 'সুদীপের হাঁটুতে লেগেছে। এম আর আই করানোর জন্য ওকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।'
বারাসত থেকে উঠে আসা বাঁহাতি ব্যাটার কি এই ম্যাচে আর খেলতে পারবেন? দ্বিতীয় ইনিংসে প্রয়োজন হলে ব্যাট করতে পারবেন? বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লর গলাতেও উৎকণ্ঠা। বললেন, 'ওর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সম্ভাবনা ৫০-৫০। হাঁটুর চোট ভালই লেগেছে। মাঠ থেকেই হাসপাতালে নিয়ে গিয়ে এম আর আই করানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে চিকিৎসকেরা বলতে পারবেন চোট ঠিক কতটা গুরুতর।'
এক সময় বাংলাকে নেতৃত্ব দেওয়া সুদীপ পরে ত্রিপুরায় চলে যান। তবে বাংলার ফেরার পর তাঁকে গত মরশুম থেকে ওপেনার হিসাবে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় ইনিংসে সুদীপ ব্যাট করতে না পারলে বাংলাকে বিকল্প ভাবতে হবে।
এমনিতেও আবহাওয়ার যা গতিপ্রকৃতি, তাতে ম্যাচের ফয়সালা হওয়া নিয়েও রয়েছে সংশয়। দু'দিনে যেখানে হওয়ার কথা ১৮০ ওভারের খেলা, মন্দ আলো আর বৃষ্টির জন্য সেখানে দুদিন মিলিয়ে হল মোটে ১৩৪ ওভার ১ বলের খেলা। শনিবার ৭২ ওভার। রবিবার ৬২.১ ওভার। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বাংলা আর গুজরাতের বিরুদ্ধে সরাসরি জয়ের সুযোগের মাঝে কাঁটার মতো দাঁড়িয়ে রয়েছে ঘূর্ণিঝড় আর আবহাওয়ার রক্তচক্ষু।




















