(Source: ECI | ABP NEWS)
Ranji Trophy: ইডেনে বাংলার বোনাস পয়েন্টের স্বপ্ন কার্যত শেষ, প্রশান্ত-কুণালের ব্যাটে পাল্টা লড়াই উত্তরাখণ্ডের
Bengal vs Uttarakhand: দ্বিতীয় ইনিংসে নখদন্তহীন দেখাচ্ছে বাংলার বোলিং। দুরন্ত লড়াই উত্তরাখণ্ডের।

সন্দীপ সরকার, কলকাতা: বৃহস্পতিবার দিনের খেলার শেষে বাংলা শিবির (Bengal vs Uttarakhand) থেকে বলা হয়েছিল, দেড়শো রানের লিড নিলে বোনাস-সহ সাত পয়েন্টের দিকে ঝাঁপানো যাবে। দ্বিতীয় দিনের খেলার শেষে ৬১ রানে এগিয়েছিল বাংলা। হাতে ছিল আরও চার উইকেট। যাঁদের মধ্যে ছিলেন সেঞ্চুরির দিকে এগনো সুমন্ত গুপ্ত, ইংল্যান্ডে টেস্টে হাফসেঞ্চুরি করে আসা আকাশ দীপ।
কিন্তু শুক্রবার সকালে ৪৯ রানের মধ্যে বাকি চার উইকেট হারিয়ে বসল বাংলা। অল আউট হয়ে গেল ৩২৩ রানে। সব মিলিয়ে ১১০ রানের লিড। তারপরেও বাংলার ক্রিকেটপ্রেমীরা আশা করেছিলেন, বোনাস পয়েন্ট সম্ভব। বাংলা দলে ভারতীয় দলের দুই পেসার। মহম্মদ শামি ও আকাশ দীপ। সঙ্গে গত রঞ্জি মরশুমে ২৯ উইকেট নেওয়া সূরয সিন্ধু জয়সওয়াল, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের পেসার ঈশান পোড়েল।
কিন্তু তারপরেও দ্বিতীয় ইনিংসে নখদন্তহীন দেখাচ্ছে বাংলার বোলিং। দুরন্ত লড়াই উত্তরাখণ্ডের। শুরুতেই এক উইকেট হারিয়েছিল উত্তরাখণ্ড। ইনিংসের দ্বিতীয় ওভারেই অভনীশ সুধাকে তুলে নেন আকাশ। মাত্র ১ রান করে ফেরেন অভনীশ। ইডেন গার্ডেন্সের স্কোরকার্ডে জ্বলজ্বল করছে ১/১।
কিন্তু তারপরই ব্যাট হাতে পাল্টা লড়াই প্রশান্ত চোপড়া ও কুণাল চাণ্ডেলার। ম্যাচের তৃতীয় দিন চা পানের বিরতির সময়ই বাংলার স্কোর পেরিয়ে গেল উত্তরাখণ্ড। চা পানের বিরতির সময় উত্তরাখণ্ডের স্কোর দাঁড়াল ১১২/১। প্রশান্ত ও কুণাল - দুজনই হাফসেঞ্চুরি করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে উত্তরাখণ্ডের স্কোর ১৩৫/১। বাংলার চেয়ে ২৫ রানের লিড নিয়েছে তারা।
ফিকে দেখাচ্ছে বাংলার বোলিং। মহম্মদ শামি ৯ ওভার বল করে উইকেটহীন। ১২ ওভার বল করে কোনও উইকেট পাননি ঈশান। ১৩ ওভার বল করে দাগ কাটতে পারেননি সূরযও। একমাত্র স্পিনার হিসাবে খেলানো হচ্ছে বিশাল ভাটিকে। দুই ইনিংস মিলিয়ে ১৪ ওভার বল করে উইকেটের মুখ দেখেননি বাঁহাতি স্পিনার।
বোনাস পয়েন্টের স্বপ্ন কার্যত ভেন্টিলেশনে। রঞ্জি ট্রফির নিয়ম হচ্ছে, কোনও দল যদি ইনিংসে বা দশ উইকেটে ম্যাচ জেতে, তাহলে ৬ পয়েন্টের সঙ্গে বোনাস আরও এক, অর্থাৎ মোট ৭ পয়েন্ট পাবে। বাংলার গ্রুপে খাতায় কলমে দুর্বল দল উত্তরাখণ্ডের বিরুদ্ধে বোনাস পয়েন্টের জন্য ঝাঁপানো যাবে ভাবা হয়েছিল। কিন্তু মাঠে দেখা গেল, বাংলার কাজটা কঠিন করে তুলেছেন উত্তরাখণ্ডের ব্যাটাররা। এখান থেকে না প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে তিন পয়েন্টেই আটকে থাকতে হয় বাংলাকে।




















