বেঙ্গালুরু: সোমবারই ভারতীয় অনুরাগীদের জন্য বোর্ডের তরফে জোড়া দুঃসংবাদ ভেসে আসে। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) প্রথম টেস্টে হারের ব্যথা তো ছিলই, এরই মাঝে গোদের ওপর বিষফোঁড়ার মতো রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও কেএল রাহুল, ভারতীয় দলের দুই তারকা চোটের কবলে পড়েছেন। এবার সেই চোট থেকে ফেরার উদ্দেশ্যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) পৌঁছে গেলেন জাডেজা।


হায়দরাবাদ টেস্টে দ্রুত রান নেওয়ার চেষ্টায় পেশিতে চোট পান ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। সেই চোট সারানোর লক্ষ্যেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পৌঁছে গেলেন জাডেজা। নিজের সোশ্যাল মিডিয়ায় এনসিএ-তে পৌঁছনোর ছবিও পোস্ট করেন জাডেজা। তিনি তার ক্যাপশনে লেখেন, 'পরবর্তী কয়েকদিনের জন্য এটাই আমার বাড়ি।'


 



সোশ্যাল মিডিয়ায় জাডেজার পোস্ট


প্রথম টেস্ট চলাকালীনই রাহুল নিজের পেশির চোটের কথা ম্যানেজমেন্টকে জানান। তাঁর চোট খুব একটা গুরুতর নয় বলে মনে করা হলেও, আশঙ্কা করা হচ্ছে জাডেজা বেশ কয়েকদিনের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। তারকা অলরাউন্ডার আদৌ আর ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি চার টেস্টের একটিতেও অংশগ্রহণ করতে পারবেন কি না, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। জাডেজার, রাহুলের অনুপস্থিতিতে তাঁদের পরিবর্ত খেলোয়াড়দের নামও ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দলে সরফরাজ খান, সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দরকে ডেকে নেওয়া হয়েছে।


তবে শুধু জাডেজা, রাহুল নন, ভারতীয় শিবিরে উদ্বেগের আরও কারণ রয়েছে। বিরাট কোহলি সিরিজ়ের প্রথম দুই টেস্ট থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছিলেন। তাঁর বাকি সিরিজ়েও খেলা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। বিরাট কোহলির ঠিক কী কারণে প্রথম দুই টেস্টে খেলেননি, তা বিসিসিআইয়ের তরফে জানানো হয়নি। কোহলিকে এই সময় জল্পনা-কল্পনা থেকে দূরে রাখার জন্যও অনুরোধ করে ভারতীয় বোর্ড।


এই সময়কালে সোশ্যাল মিডিয়া বা কোথাওই কোহলির দেখা মেলেনি। এক বিসিসিআই সূত্র দাবি করেন কোহলি এখনও বোর্ডের সঙ্গে যোগাযোগ করে তিনি মাঠে ফিরতে প্রস্তুত কি না সেই বিষয়ে কিছুই জানাননি। তাই বাকি তিন টেস্টেও তাঁর অংশগ্রহণ ঘিরে প্রবল অনিশ্চয়তা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: 'দীর্ঘ পরিশ্রমের ফল', সরফরাজ জাতীয় দলে সুযোগ পেতেই আবেগপ্রবণ বাবা নওশাদ