নয়াদিল্লি: ১৬ মরশুমে বিরাট কোহলিরা যা, পারেননি, ঠিক সেটাই করে দেখালেন স্মৃতি মান্ধানারা। ডব্লিউপিএলের (WPL 2024) দ্বিতীয় মরশুমেই দিল্লি ক্যাপিটালসকে আট উইকেটে হারিয়ে খেতাব জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (DC vs RCB)। আরসিবির হয়ে বল হাতে সোফি মলিনিউ (Sophie Molieux) তিন এবং শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil) চার উইকেট নিয়ে দলের জয়ের ভিত গড়েন। ব্যাট হাতে এলিস পেরি (Ellyse Perry) ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান। 


প্রথমে ব্যাটে নেমে এদিন মাত্র ১১৩ রানেই শেষ হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের ইনিংস। জবাবে স্মৃতি মান্ধানা এবং সোফি ডিভাইন ৪৯ রানের ওপেনিং পার্টনারশিপে আরসিবির হয়ে শুরুটা দুরন্তভাবে করেন। দুই ওপেনার আউট হলে বাদ বাকি কাজটা পেরি করেন। মাথা ঠান্ডা রেখে পরিপক্ক ইনিংসে দলের জয় সুনিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।


 






 


ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মেগ ল্যানিং এবং শেফালি শুরুটা দুরন্তভাবে করেন। প্রথম পাঁচ ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে দিল্লি। তবে সোফি মলিনিউ বল হাতে নিয়ে অষ্টম ওভারে বিধ্বংসী ব্যাটিং করা শেফালিকে ফেরান। দিল্লি ওপেনার ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। দুই বল পরেই জেমাইমা রডরিগেজকে শূন্য রানে মলিনিউই। একই ওভারে অ্যালিস ক্যাপিসকেও শূন্য রানে ফেরান তিনি। তিন ওভার পরে আরেক ওপেনার ল্যানিং ২৩ রানে আউট হন।


দিল্লির উইকেট পড়ার ধারা অব্যাহত থাকে। গোটা মিডল লোয়ার অর্ডারই ব্যাট হাতে ব্যর্থ হয়। রাধা যাদব ১২ রানে আউট হন। জবাবে মান্ধানা দেখে শুনে ইনিংস শুরুটা করেন। সোফি ৩২ রান করে আউট হন। উইকেট পান শিখা পাণ্ডে।  এরপর স্মৃতি এবং এলিস পেরি ইনিংস এগিয়ে নিয়ে যান। স্মৃতি ৩১ রান করলেও, পেরি এবং রিচা ঘোষের অপরাজিত ৪৩ রানের পার্টনারশিপ আরসিবির জয় সুনিশ্চিত করে।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: গেমচেঞ্জার কুলদীপ, পন্থের ফিটনেসের ওপর দাঁড়িয়ে দিল্লি ক্যাপিটালসের ভাগ্য