Yash Dayal: ফের ধর্ষণের অভিযোগ যশ দয়ালের বিরুদ্ধে, জয়পুরে পকসো আইনে মামলা
RCB Yash Dayal Case: আইপিএলে আরসিবির জার্সিতে নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন গত মরশুমে। দলকে চ্যাম্পিয়নও করেছিলেন টুর্নামেন্টে। দেশের অন্য়তম সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে ভাবা হচ্ছে তাঁকে।

বেঙ্গালুরু: খারাপ সময় কাটছেই না যশ দয়ালের। আরসিবির ক্রিকেটারের বিরুদ্ধে কিছুদিন আগেই ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক তরুণী। এবার আরও এক তরুণী যশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন। বাঁহাতি পেসারের বিরুদ্ধে থানায় FIR করা হয়েছে। দয়ালের বিরুদ্ধে পকসো মামলায় রুজু করেছে পুলিশ। দু বছর ধরে ধর্ষণের অভিযোগ এসেছে সেই তরুণীকে। তবে প্রথমবার যখন ধর্ষণ করেছিলেন যশ, তখন তিনি নাবালিকা ছিলেন, তাই পকসো ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত হয়েছিল বছর দুই আগে। সেই সময় জয়পুরে একটি ম্য়াচ খেলতে গিয়েছিলেন আরসিবি পেসার। তখন নাবালিকা থাকা সেই তরুণীর সঙ্গে জয়পুরেই দেখা হয়। তরুণীও ক্রিকেট খেলেন। সেই সূত্রে আলাপ-পরিচয় বাড়ে। ক্রিকেটের বিভিন্ন টিপস দেওয়ার নাম করে হোটেলে সেই তরুণীকে নাকি ডেকেছিলেন যশ। সেখানেই তাঁকে ধর্ষণ করেছিলেন যশ, এমনই অভিযোগ।
উল্লেখ্য, আইপিএলে আরসিবির জার্সিতে নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন গত মরশুমে। দলকে চ্যাম্পিয়নও করেছিলেন টুর্নামেন্টে। দেশের অন্য়তম সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে ভাবা হচ্ছে তাঁকে। কিন্তু মাথায় আকাশ ভেঙে পড়ে যশের গত ৬ জুলাই। সেদিন গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় বাঁহাতি পেসারের নামে এফআইআর হয়। অভিযোগ, পাঁচ বছর আগে আলাপ তারপরে বিবাহের প্রতিশ্রুতি। কিন্তু নানা প্রতিশ্রুতি দিয়ে নাকি তা পিছিয়ে দেওয়া হয়। যেই তরুণী অভিযোগ করেছিলেন যশ দয়ালের নামে, তিনি এমনটাও জানিয়েছিলেন যে যশ নাকি অন্য মহিলার সঙ্গেও সম্পর্কে ছিলেন। আইপিএলে ১২ ম্য়াচ খেলে ১৩ উইকেট নিয়ে্ছিলেন গত মরশুমে আরসিবির হয়ে। কিন্তু ব্যক্তিগত জীবনে এক বড় ধাক্কা এসেছিল যশের। তবে আপাতত এলাহাবাদ হাইকোর্ট এই বিষয়ে ধীরে চলো নীতি নিয়েছে। এখনই গ্রেফতার করা হচ্ছে না যশকে।
মামলা কোর্টে উঠেছিল। কিন্তু এলাহাবাদ হাইকোর্টে রক্ষাকবচ পেয়েছিলেন যশ দয়াল। বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও বিচারপতি অনিল কুমারের বেঞ্চ জানিয়েছেন যে একদিন-দুদিন তাে নয়। টানা পাঁচ বছর ধরে কাউকে বোকা বানানো এভাবে সম্ভব নয়। তাই এখনই গ্রেফতার করা হচ্ছে না যশ দয়ালকে। তবে মাস ঘুরতে না ঘুরতেই ফের বিপাকে পড়লেন দয়াল।
গুজরাত টাইটান্সের জার্সিতে আইপিএলে অভিষেক হওয়া যশকে ২০২৩ মরশুমে রিঙ্কু সিংহের কাছে পাঁচ ছক্কা হজম করতে হয়েছিল এক মরশুমে। এরপরই নিলাম থেকে আরসিবি নিয়েছিল বাঁহাতি পেসারকে। গত ২ বছর ধরে আরিসিবতেই খেলছেন তিনি।




















