Rinku Singh: দাউদের নাম করে রিঙ্কু সিংহকে হুমকি! ৫ কোটি টাকা চেয়ে গ্রেফতার দিনমজুর
Rinku Singh Threat: গত ৫ ফেব্রুয়ারি অভিযুক্তের তরফে প্রথমে রিঙ্কুর কাছে সাহায্য চেয়ে মেল পাঠানো হয়। তার ঠিক দুই মাস পরে সেই সাহায্যের আর্তি বদলে যায় হুমকিতে।

মুম্বই: পেশায় তিনি দিনমজুর। তবে বিহারের বাসিন্দা মহম্মদ দিলশাদ নওশাদ নিজেকে কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের দলের সদস্য বলেই দাবি করতেন এবং সেই পরিচয়েই তিনি পাঠিয়েছিলেন বার্তা। শেষমেশ পুলিশের জালে ধরা পড়লেন সেই ব্যক্তি।
বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকী এবং রিঙ্কু সিংহ (Rinku Singh), দুই তারকাকে হুমকিমূলক মেল পাঠিয়েছিলেন বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল, বৃহস্পতিবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নওশাদকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। বিহারের বাসিন্দা বছর ৩৩-র ওই ব্যক্তি আদপে একজন দিনমজুর। তবে ভারতে নয়, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ব্রায়ান লারা, সুনীল নারিন, ডোয়েন ব্র্যাভো, কায়রন পোলার্ডদের দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে কাজ করেন তিনি। সেখান থেকেই ১ অগাস্ট তিনি দেশে ফিরে মুম্বইয়ে অবতরণ করেন। তারপরেই তাঁকে আটক করেছিল মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি এক্সটরশান বিভাগ।
পুলিশের দাবি নওশাদ এ বছরের এপ্রিল মাসে জিশান সিদ্দিকীকে ১০ কোটি টাকা চেয়ে একাধিক মেল পাঠিয়েছিলেন। নিজেকে দাউদের ডি-কোম্পানির অঙ্গ হিসাবে দাবি করতেন ওই ব্যক্তি। তিনি দাবি করতেন লরেন্স বিষ্ণোই নয়, তাঁরাই নাকি জিশানের বাবাকে হত্যা করেন। টাকা দেওয়ার জন্য দিন দু'য়েক সময় দেওয়া হয়। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তির আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তাঁর ঠিকানা জানতে পারে। মে মাসে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়।
পুলিশের তরফে আরও জানানো হয় ওই একই ব্যক্তি রিঙ্কু সিংহকেও তাঁর ম্যানেজার মারফত হুমকিমূলক মেল পাঠিয়েছিলেন। তিনি প্রাথমিকভাবে রিঙ্কুকে ৫ ফেব্রুয়ারি আর্থিক সাহায্য চেয়ে মেল করেছিলেন। তবে সময় গড়াতেই বদলে যায় সুর। ৯ এপ্রিল নওশাদ রিঙ্কুর থেকে ৫ কোটি টাকা দাবি করেন। ২০ এপ্রিল ফের একবার সেই মেল মনে করিয়ে দিতে আবারও একটি মেল পাঠান তিনি। রিঙ্কুর ব্র্যান্ড ম্যানেজার এই ঘটনায় নিজের জবানবন্দি রেকর্ড করান এবং মেল মারফৎ হুমকির বার্তা পাওয়ার খবরও নিশ্চিত করেন। তবে রিঙ্কুকে হুমকি দেওয়ার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে আলাদা কোনও এফআইআর এখনও পর্যন্ত দায়ের করা হয়নি।
পুলিশের দাবি শুধু এই দুইজনকেই নয়, এই অভিযুক্ত ব্যক্তি একইরকম পরিকল্পনামাফিক একইরক দাবি জানিয়ে আরও অন্যান্য কয়েকজনকেও হুমকিমূলক মেল পাঠিয়েছিলেন। তবে এবার মুম্বই পুলিশের জালে তিনি ধরা পড়লেন।




















