নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের 'কামব্যাক কিংগ' নামকরণ হয়ে গিয়েছে তাঁর। সেই নাম দিয়েছেন কে? যুবরাজ সিংহ (Yuvraj Singh)। খোদ যুবিকেই ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা প্রত্যাবর্তন ঘটানোর জন্য স্মরণীয় ধরা হয়। মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই করে বাইশ গজে ফিরেছিলেন তারকা অলরাউন্ডার। যুবরাজ প্রশংসার ডালি সাজিয়ে দিলেন ঋষভ পন্থের জন্য। ৪ অক্টোবর, শুক্রবার জন্মদিন পন্থের। ২৭ বছর পূর্ণ করলেন রুরকির বাঁহাতি ব্যাটার। জন্মদিনে ভাসলেন শুভেচ্ছাবার্তায়।


সেরা বার্তাটা হয়তো পাঠালেন যুবরাজ। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক সোশ্যাল মিডিয়ায় পন্থকে কামব্যাক কিংগ হিসাবে বর্ণনা করলেন। 


একটি ছোট ভিডিও ক্লিপ বানিয়ে পোস্ট করেছেন যুবরাজ। সেখানে মাঠে পন্থের বিভিন্ন মজার মুহূর্তের ভিডিও ও ছবি ব্যবহার করেছেন যুবি। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রতিপক্ষ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিল্ডিং সাজানোর পরামর্শ দিয়ে শোরগোল ফেলেছিলেন পন্থ। যুবির পোস্ট করা ভিডিও ক্লিপে রয়েছে সেই ভাইরাল মুহূর্তও। সঙ্গে মাঠে নাচ, সেঞ্চুরির সেলিব্রেশন, কম বয়সের ছবি - সবরকম মুহূর্ত ধরা রয়েছে।


যুবরাজ ক্যাপশনে লিখেছেন, 'কামব্যাক কিংগ ঋষভ পন্থকে জন্মদিনের শুভেচ্ছা। আরও পরিশ্রম করো, যেমন ভয়ডরহীন আছো সেরকমই থাকো। আশা করি তোমার আগামী বছরটা সব কিছু প্রাপ্তির হয়ে থাকবে। ঈশ্বর সব সময় তোমাকে আশীর্বাদ করবেন।'


 






পন্থের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তিনি আইপিএলে যে দলের হয়ে খেলেন, সেই দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট তথা জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'ঋষভ পন্থকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ঈশ্বর তোমাকে লম্বা ও সুস্থ জীবন দিক।'


 






ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব তথা আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত জয় শাহ লিখেছেন, 'আমাদের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সফর আর প্রত্যাবর্তন অনেকের কাছে অনুপ্রেরণা। আশা করি ভবিষ্যতেও ভারতীয় দলের সাফল্যে একইরকমভাবে অবদান রেখে যাবে।'


২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর পন্থ যে ক্রিকেট মাঠে কোনওদিন ফিরবেন, সেটাই অনেকে বিশ্বাস করতে পারেননি। একাধিক অস্ত্রোপচার, দীর্ঘদিন শয্যাশায়ী থাকা, ওয়াকার নিয়ে, পরে ক্রাচ নিয়ে হাঁটা - প্রতিকূল পথ পেরিয়ে অবশেষে বাইশ গজে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছেন। টি-২০ বিশ্বকাপ জিতেছেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ফিরেই সেঞ্চুরিও করেছেন।


আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের পরই অযোধ্যায় রামমন্দিরে পুজো দিয়ে এলেন আকাশ দীপ