মুম্বই: অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli)। আসন্ন আফগানিস্তান সিরিজ়ের (IND vs AFG T20I) জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করা হল। সেখানে অধিনায়ক হিসাবে রোহিত দলে প্রত্যাবর্তন ঘটালেন। ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর এই প্রথমবার ভারতের জার্সিতে টি-টোয়েন্টি খেলতে দেখা যাবে রোহিত, বিরাটকে। 


বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর থেকে রোহিত শর্মা এই সিরিজ়ের আগে অবধি ভারতের হয়ে একটিও বিশ ওভারের ম্যাচ খেলেননি। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপ থাকায় সেই ফর্ম্যাটেই বেশি জোর দিয়েছিলেন রোহিত। তাঁর অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যই সিংহভাগ সিরিজ়ে ভারতীয় দলকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে নেতৃত্ব দিয়েছেন। তবে হার্দিকের চোট। বিশ্বকাপে গত বছর বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে এখনও মাঠে ফিরতে পারেননি তিনি।


হার্দিকের অনুপস্থিতিতে সম্প্রতি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। দুই তারকাই আপাতত চোটের কবলে। দুইজনের কেউই আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না। এটাই আবার বিশ্বকাপের দল বাছাইয়ের আগে ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজ়। রোহিত যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান, তার আভাস দিয়েই রেখেছিলেন। তাই তিনি এই সিরিজ়ে ফিরতে পারেন বলেই মনে করা হচ্ছিল।


 






 


হলও তাই। অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন 'হিটম্যান'। কোহলিও ফিরছেন এই সিরিজ়ের মাধ্যমেই। তবে রুতুরাজের আঙুলের চোটের কারণে খেলতে পারবেন না। পাশাপাশি মহম্মদ শামি, সিরাজ বা যশপ্রীত বুমরা, ভারতীয় সিনিয়র ফাস্ট বোলাররা কেউই এই সিরিজ়ে নেই। অর্শদীপ সিংহ, আবেশ খান এবং বাংলার মুকেশ কুমারকে নিয়ে তৈরি তরুণ এক ফাস্ট বোলিং ব্রিগেডকে সিরিজ়ের জন্য বাছাই করা হয়েছে। কেএল রাহুলের বদলে কিপার-ব্যাটার হিসাবে জীতেশ শর্মা এবং সঞ্জু স্যামসনকে দলে সুযোগ দেওয়া হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: রিকি ভুইয়ের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে অন্ধ্রপ্রদেশের প্রত্যাবর্তন, চাপে বাংলা