অ্য়াডিলেড: শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) গোলাপি বলের টেস্ট। প্রথম টেস্টে দলে ছিলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর পরিবর্তে জসপ্রীত বুমরা নেতৃত্বভার সামলেছিলেন। পারথে ভারতও জয় ছিনিয়ে নিয়েছিল বড় ব্যবধানে। কিন্তু দ্বিতীয় টেস্টে রোহিত ফিরছেন। তবে নিজের চেনা ওপেনিং স্লটে নয়। প্রস্তুতি ম্য়াচে ক্য়ানবেরাতেও তাঁকে মিডল অর্ডারে দেখা গিয়েছিল রোহিতকে। এবার অ্যাডিলেড টেস্ট শুরুর আগের দিন সাংবাদিক বৈঠকে এসে হিটম্য়ান জানালেন যে রাহুলই ওপেনিংয়ে নামবেন জয়সওয়ালের সঙ্গে।
রাহুল ম্য়াচের আগের দিন বলছেন, ''আমি বাড়িতে প্রথম টেস্টের খেলার দেখছিলাম। ছেলেকে কোলে নিয়ে ওপেনিংয়ে রাহুল ও জয়সওয়ালের খেলা দেখেছি। দারুণ ব্যাটিং করছিল রাহুল ওপেনিং পজিশনে। আমার মনে হয় ও যোগ্য এই পজিশনে ব্যাট করার। এখন তাই পজিশন বদলানোর কোনও প্রয়োজনই নেই। জয়সওয়ালের সঙ্গে জুটি বেঁধে ভারতকে জয় এনে দিতে সাহায্য করেছে রাহুল। বিদেশের মাটিতে এমনিও ওর ব্যাটিং প্রশংসনীয়। তাই কম্বিনেশনে কোনও বদল আনার প্রয়োজন নেই। আমি মিডল অর্ডারে কোনও একটা পজিশনে নামব।''
প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও একাদশে অশ্বিন-জাডেজাকে হয়ত দেখা যাবে না। অন্তত তেমনই আভাস দিচ্ছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ''প্রথম টেস্টের দল পরিচালনায় আমার কোনও সিদ্ধান্ত ছিল না। একাদশ বাছাই করা হয়েছে পিচ দেখার পরই নিশ্চিতভাবে। হয়ত সেই অনুযায়ীই অশ্বিন ও জাডেজাকে নেওয়া হয়নি। আমি দ্বিতীয় টেস্টের আগে পিচ দেখেই দলগতভাব সিদ্ধান্ত নেব, আদৌ অশ্বিন ও জাডেজাকে রাখা হবে কি না।''