কলকাতা: ভারতীয় দলে একসঙ্গে ডাক পাচ্ছেন বাংলার তিন ক্রিকেটার, এরকম ঘটনা সচরাচর দেখা যায় না। সেই ব্যতিক্রমী ছবিই দেখা গেল সোমবারের ভারতীয় দল ঘোষণায়। ভারত এ দলে একসঙ্গে সুযোগ পেলেন বাংলার ত্রয়ী - অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক পোড়েল ও মুকেশ কুমার। তাঁদের মধ্যে অভিমন্যু দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন।


অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতের এ দল। সেই সফরের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিলেন নির্বাচকেরা। দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad)।


দলে রয়েছেন চন্দননগরের উইকেটকিপার-ব্যাটার অভিষেক। তাঁকে রাখা হয়েছে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে। প্রথম উইকেটকিপার হিসাবে রয়েছেন ঝাড়খণ্ডের তরুণ ঈশান কিষাণ (Ishan Kishan)। যিনি এক সময় জাতীয় নির্বাচক ও বোর্ডের রোষানলে পড়েছিলেন। প্রশ্ন উঠেছিল ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে তাঁর মানসিকতা নিয়ে। অভিযোগ উঠেছিল, ঘরোয়া ক্রিকেটে খেলতে চাইছেন না ঈশান। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছিলেন। তবে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলে ডাক পেলেন ঈশান।


প্রথম শ্রেণির ক্রিকেটে টানা চার ম্যাচে সেঞ্চুরি করেছেন অভিমন্যু। কল্যাণীতে বাংলা বনাম বিহার ম্যাচ ভেস্তে যাওয়ায় তাঁর শততম প্রথম শ্রেণির ম্যাচ খেলা হয়নি। অস্ট্রেলিয়াতেই একশো ম্যাচ খেলতে চলেছেন ডানহাতি ওপেনার।


 






অস্ট্রেলিয়া সফরে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে ভারত এ দল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ম্যাকায় ও মেলবোর্নে হবে সেই দুটি ম্যাচ। তবে ভারতীয় এ দলের গুরুত্ব বাড়ছে আরও একটি কারণে। পারথে ভারতের সিনিয়র দলের সঙ্গে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত এ।   


অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত ভারতীয় এ দল


রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ (সহ অধিনায়ক), সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, দেবদত্ত পাড়িক্কল, রিকি ভুঁই, বাবা ইন্দ্রজিৎ, ঈশান কিষাণ (উইকেটকিপার), অভিষেক পোড়েল (উইকেটকিপার), মুকেশ কুমার, খলিল আমেদ, যশ দয়াল, নভদীপ সাইনি, মানব সুতার ও তনুশ কোটিয়ান।


আরও পড়ুন: মাঠ-বিপর্যয়ে মুখ পুড়ল বাংলা ক্রিকেটের, শুরু দায় ঠেলাঠেলি, প্রযুক্তি থাকতেও হল না প্রয়োগ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।