(Source: Poll of Polls)
Sara Ali Khan At Eden: ঠাকুরদার সেঞ্চুরি ছিল যে মাঠে, সেই ইডেনে আসছেন সারা আলি খান, সঙ্গে আর কে?
Metro In Dino: শোনা গেল, রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে তাঁর বেহালার বীরেন রায় রোডের বাড়িতে যাবেন বলিউডের দুই তারকা। নৈশভোজ সারবেন সৌরভের সঙ্গেই।

সন্দীপ সরকার, কলকাতা: তাঁর ঠাকুরদা এই মাঠে খেলে গিয়েছেন। শুধু খেলে গিয়েছেন না, এই মাঠে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে। ১৯৬৫ সালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে ১৫৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন মনসুর আলি খান পটৌডি (Mansur Ali Khan Pataudi)। গোটা ক্রিকেট বিশ্ব যাঁকে টাইগার পটৌডি বলে কুর্নিশ করত। এক চোখেও যিনি অবিশ্বাস্য ব্যাটিং করে তাক লাগাতেন।
পটৌডির নাতনি সারা আলি খান বৃহস্পতিবার পা রাখতে চলেছেন ইডেনে। ক্রিকেটের নন্দনকাননে বেঙ্গল প্রো টি-২০ লিগের ম্যাচ দেখবেন সারা। তিনি একা নন, সঙ্গে থাকবেন বলিউডের নামী অভিনেতা আদিত্য রায় কপূর।
সারা বলিউডের উঠতি অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তাঁর আর এক পরিচয়, তিনি সেফ আলি খান ও অমৃতা সিংহের কন্যা। টাইগার পটৌডি ও শর্মিলা ঠাকুরের নাতনি। বলিউডের ইতিমধ্যেই নজর কেড়েছেন সারা। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত সিনেমা 'মেট্রো ইন দিনো'। সুপারহিট 'লাইফ ইন আ মেট্রো'র সিক্যুয়েল। সেই সিনেমায় জুটিতে দেখা যাবে সারা ও আদিত্যকে। সিনেমার প্রচারে বিভিন্ন শহরে ঘুরছেন সারা ও আদিত্য। বৃহস্পতিবার সেই উপলক্ষ্যেই আসছেন কলকাতায়।
আর পটৌডির নাতনি শহরে থাকবেন, অথচ ইডেনে আসবেন না, তা আবার হয় নাকি! সারাকে নিয়ে বিশেষ পরিকল্পনা সেরে ফেলেছে সিএবি ও বেঙ্গল প্রো টি-২০ লিগের অন্যতম দল মুর্শিদাবাদ কিংস। আইপিএলে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের আগে পারফর্ম করেছিলেন সারা। বৃহস্পতিবার আসছেন ক্রিকেটের নন্দনকাননে। যে মাঠে তাঁর ঠাকুরদা ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। ইডেন থেকেই সিনেমার প্রচার সারবেন সারা ও আদিত্য।
শোনা গেল, রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে তাঁর বেহালার বীরেন রায় রোডের বাড়িতে যাবেন বলিউডের দুই তারকা। নৈশভোজ সারবেন সৌরভের সঙ্গেই।
গোটা পরিকল্পনা নিয়ে উচ্ছ্বসিত সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় সিএবি-তে নিজের ঘরে বসে বলছিলেন, 'তারকা আকর্ষণ থাকলে টুর্নামেন্টের প্রতি মানুষের আগ্রহও বাড়বে। সেফ আমার অত্যন্ত পছন্দের অভিনেতা। তাঁর মেয়ে সারা ইডেনে আসছেন, ভীষণই খুশির খবর।'
সিএবি থেকে সারা ও আদিত্যকে সংবর্ধনা দেওয়ার কথাও ভাবা হয়েছে। ঠিক যেমন বুধবার শ্রাচী রাঢ় টাইগার্স বনাম হারবার ডায়মন্ডস ম্যাচের ফাঁকে রাঢ় টাইগার্সের মেন্টর সন্দীপ পাটিলকে সংবর্ধনা দেওয়া হল। কারণ, এদিন ছিল ২৫ জুন, ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৪২তম বর্ষপূর্তি। কপিল দেবের সেই দলের তারকা সন্দীপ পাটিলকে তাই সংবর্ধনা দিলেন স্নেহাশিস।




















