INDW vs SAW: শেফালির দুরন্ত ৮৭-র পর দীপ্তির পরিপক্ক অর্ধশতরান, ফাইনালে তিনশোর দোরগোড়ায় থামল ভারতীয় ইনিংস
Shafali Verma: নিজের ওয়ান ডে কেরিয়ারের সর্বাধিক রানের ইনিংসটি বিশ্বকাপের ফাইনালেই খেললেন শেফালি বর্মা।

মুম্বই: বৃষ্টির জেরে হাইভোল্টেজ ফাইনাল (Women's World Cup 2025 Final) ম্যাচ নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরে শুরু হয়েছিল। সেই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারতীয় দল। ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল ২৯৮ রান তুলল ভারতীয় দল। ভারতের হয়ে শেফালি বর্মা (Shafali Verma) ও দীপ্তি শর্মা (Deepti Sharma) দুরন্ত অর্ধশতরান হাঁকালেন। বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২৯৯ রান।
গত ম্যাচে রান পাননি। তবে এই ম্যাচে যেন একেবারে সাজঘর থেকেই সেট হয়ে নেমেছিলেন শেফালি বর্মা। শুরু থেকেই তিনি আগ্রাসী মেজাজে ব্যাটিং করছিলেন। আর তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকান বোলারদের খারাপ বলগুলিকে একেবারেই রেয়াত করেননি শেফালিরা। মাত্র ৬.৩ ওভারেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলে ভারতীয় দল। পাওয়ার প্লেতে উঠে ৬৪ রান। স্মৃতি ও শেফালি দেখতে দেখতেই শতরানের পার্টনারশিপ গড়ে ফেলেন। তবে অর্ধশতরানের দোরগোড়ায় ৪৫ রানে সাজঘরে ফেরেন স্মৃতি।
গত ম্যাচের নায়ক জেমাইমা এরপরে শেফালিকে সঙ্গ দিতে মাঠে নামেন। তবে ঠিক যখন মনে হচ্ছিল শেফালি কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরান হাঁকিয়ে ফেলবেন, তখনই খাখার বলে মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে ৮৭ রানের ইনিংসই ওয়ান ডে কেরিয়ারে তাঁর সর্বোচ্চ রান। দুই ওভার পরেই জেমাইমাও কভারে ২৪ রানে ধরা দেন। ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এসে পড়ে হরমনপ্রীত ও দীপ্তির কাঁধে। দুইজনে ৫২ রান যোগ করেন। তবে হরমনপ্রীত মাত্র ২০ রানে আউট হন। অমনজ্যোৎ কৌরও মাত্র ১২ রানে সাজঘরে ফেরেন।
দীপ্তিকে এরপর সঙ্গ দিতে নামেন রিচা ঘোষ। ইনিংসে নিজের দ্বিতীয় বলেই ছক্কা মারেন রিচা। বেশ আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন তিনি। অপরদিকে, দীপ্তিও দেখেশুনে ইনিংস এগিয়ে নিয়ে যান। তবে দুর্ভাগ্যবশত বড় শট মারতে গিয়েই রিচা ৩৪ রানে সাজঘরে ফেরেন। দীপ্তি অবশ্য় ক্রিজে টিকে ছিলেন। নিজের অর্ধশতরানও পূরণ করেন তারকা অলরাউন্ডার। কিন্তু শেষের ওভারগুলিতে দক্ষিণ আফ্রিকান বোলাররা, বিশেষত খাখা বেশ ভাল বোলিং করে ভারতকে তিনশো রানের গণ্ডি পার করা থেকে রুখে দেন।
মহিলাদের বিশ্বকাপ ফাইনালে সর্বাধিক ১৬৭ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। সেই দিক থেকে বেশ খানিকটা এগিয়েই ভারত। তবে ইনফর্ম ব্রিটস, লরা উলভার্টদের রুখে দেওয়ার কড়া চ্যালেঞ্জ থাকবে ভারতীয় বোলারদের সামনে। সেই লক্ষ্যে তাঁরা সফল হন কি না, সেটাই দেখার।




















