হাংঝৌ: এশিয়ান গেমসের (Asian Games 2023) কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে (IND vs MLY) দুরন্ত ব্যাটিং করলেন শেফালি ভার্মা (Shafali Verma), জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৫ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ১৭৩ রান তুলল ভারতীয় মহিলা ক্রিকেট দল। অনবদ্য অর্ধশতরান হাঁকান শেফালি। ৩৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। জেমাইমা ২৯ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। বাংলার রিচা ঘোষও শেষের দিকে নেমে আগ্রাসী ব্যাটিং করেন। মাত্র সাত বলের ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ২১ রান করেন রিচা।   


এদিন হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে স্মৃতি মান্ধানাই (Smriti Mandhana) ভারতীয় দলকে নেতৃত্ব দেন। তবে তিনি টস জিততে পারেননি। মালয়েশিয়া টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারতের দুই ওপেনার শেফালি ও স্মৃতি ইনিংসের প্রথম ওভারটা খানিকটা দেখে নিয়ে তারপর আক্রমণ শুরু করেন। দুই ভারতীয় ওপেনারই একের এক বাউন্ডারি মারতে থাকেন। পাওয়ার প্লের শেষ ওভারে মাহিরা ইজ্জাতি ইসমাইল সেট স্মৃতি মান্ধানাকে ২৭ রানে আউট করেন। তবে স্মৃতি আউট হলেও, শেফালি কিন্তু নিজের আগ্রাসী ছন্দে ব্যাটিং চালু রাখেন। মূলত লেগ সাইড, আরও স্পষ্ট করে বললে মিডউইকেটের অঞ্চল দিয়ে নাগাড়ে বড় শট খেলেন শেফালি। 


মাত্র ১০ ওভারেই শতরানের গণ্ডি পার করে ফেলে ভারত। ১১তম ওভারে দুইটি ছক্কা ও একটি চারের সুবাদে ৩১ বলে অর্ধশতরান পূরণ করেন তিনি। শেফালি ও জেমাইমা দুরন্ত এক পার্টনারশিপ গড়েন। অবশেষে মাস এলিসা ৮৬ রানের দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ ভাঙেন। ৬৭ রানে সাজঘরে ফিরতে হয় শেফালিকে। তবে শেফালি আউট হলেও, রানের গতি কিন্তু কমেনি। রিচা ঘোষ এলিসাকর বিরুদ্ধেই ইনিংসের শেষ ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ২০ রান তোলেন। ভারত মাত্র ১৫ ওভারেই ১৭৩ রানের বড় স্কোর খাড়া করতে সক্ষম হয়।


ম্যাচে একাধিকবার বৃষ্টির বিঘ্ন ঘটানোয় ২০ ওভার থেকে কমিয়ে ১৫ ওভারের করা হয়। এবার দেখার ভারতীয় দলের বোলাররা কেমন পারফর্ম করেন। এই ম্যাচ জিতলেই মান্ধানারা সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলবেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কোথায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর? জানাল আইসিসি