Dhawan On Sofia Qureshi: কর্নেল সোফিয়া কুরেশিকে কুর্নিশ, ভারতের মুসলিম সেনাদের প্রশংসা, মন জিতলেন তারকা ক্রিকেটার
Operation Sindoor: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকেই ভারতীয়দের নয়নের মণি হয়ে গিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sofia Qureshi)।

নয়াদিল্লি: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকেই ভারতীয়দের নয়নের মণি হয়ে গিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sofia Qureshi)। যে দৃঢ়তায় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, জবাব দিয়েছেন শত্রুপক্ষকে, বাহবা দিচ্ছে গোটা দেশ।
ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধবনও কর্নেল সোফিয়া কুরেশিকে (Shikhar Dhawan on Sofia Qureshi) নিয়ে মুগ্ধ। ধবন সোফিয়া কুরেশিকে দেশের নায়ক বলে অভিহিত করেছেন এবং দেশের জন্য যে অসম সাহসের সঙ্গে লড়াই করেছেন, তাকে কুর্নিশ জানিয়েছেন। সেই সঙ্গে দেশের হয়ে যে মুসলিমরা ভারতীয় সেনার উর্দিতে লড়াই করছেন, তাঁদের প্রতি সম্মান জানিয়েছেন বাঁহাতি তারকা ক্রিকেটার।
এই প্রথমবার নয় যখন শিখর ধবন দেশপ্রেম দেখিয়েছেন। এর আগে তিনি ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিরূপ মন্তব্য করা প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদিকেও মুখের মতো জবাব দিয়েছেন।
ধবন সোফিয়া কুরেশির সম্পর্কে কী বলেছেন
শিখর ধবন কর্নেল সোফিয়া কুরেশিকে কুর্নিশ করেছেন। বলেছেন যে, ভারতবর্ষের শক্তি তার ঐক্যে নিহিত। তিনি সোফিয়া কুরেশি-সহ সেই সব মুসলিমদের কুর্নিশ জানিয়েছেন যাঁরা সাহসের সঙ্গে দেশের জন্য লড়াই করেছেন।
The spirit of India lies in its unity. Hats off to heroes like Colonel Sofia Qureshi and to the countless Indian Muslims who’ve bravely fought for the nation and showed what we stand for. Jai Hind! 🇮🇳
— Shikhar Dhawan (@SDhawan25) May 15, 2025
শাহিদ আফ্রিদিকে শিক্ষা
সোশ্যাল মিডিয়ায় শিখর ধবন এবং শাহিদ আফ্রিদির ঝগড়া শুরু হয় পহেলগাঁও হামলার পর প্রাক্তন পাক ক্রিকেটার যখন বলেছিলেন যে, একটা পটকা ফাটলেও ভারত পাকিস্তানকে দায়ী করতে শুরু করে। আফ্রিদি ভারতীয় সেনার জন্য অশোভন মন্তব্যও করেছিলেন। এরপর শিখর ধবন ‘গব্বর’ রূপ ধারণ করে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে তীব্র ধিক্কার জানান। তিনি আফ্রিদিকে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের কথা মনে করিয়ে দেন। ধবন এটাও বলেছিলেন যে, পাকিস্তানিরা ইতিমধ্যেই অনেক নিচে নেমে গিয়েছে। তার চেয়ে বেশি তারা আর কতটা নিচে নামবে।
জবাবে শাহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, "ছাড়ো জয়-পরাজয়, চলো তোমাকে চা খাওয়াই শিখর।" এই বক্তব্যের পর ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চালায়। যাতে পাকিস্তানের বিধ্বস্ত হয় পাকিস্তান। তারকপরই ভারতীয়রা ‘চা কেমন লাগল’ প্রশ্ন করে শাহিদ আফ্রিদিকে প্রচুর ট্রোল করেন। তারপরও আফ্রিদি থেমে থাকেনি কারণ অপারেশন সিঁদুরের সাফল্য সত্ত্বেও তিনি করাচিতে বিজয় মিছিল বার করেন এবং আবার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন।



















