Shikhar Dhawan: সোফিকে নিয়ে ঘর বাঁধার জন্য তৈরি হচ্ছেন? গুরুগ্রামে ৬৯ কোটি টাকার অ্য়াপার্টমেন্ট কিনলেন ধবন
Shikhar Dhawan Update: কিন্তু হঠাৎ কেন এই নতুন অ্য়াপার্টমেন্টটি নিলেন ধবন? কিছুদিন আগেই পন্য পরামর্শদাতার কাজ করা আইরিশ সুন্দরী সোফি শাইনের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়েছিল।

নয়াদিল্লি: বিলাসবহুল নতুন অ্য়াপার্টমেন্ট কিনলেন শিখর ধবন। CRE Matrix-এর প্রতিবেদন অনুসারে, গুরুগ্রামে ডিএলএফের সুপার লাক্সারি হাউজিং প্রোজেক্টের অন্তর্গত এই অ্য়াপার্টমেন্টটি প্রায় ৬৯ কোটি টাকা দিয়ে কিনেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার। প্রায় ৬০৪০ স্কোয়ার ফুটের এই অ্য়াপার্টমেন্টটি কিনেছেন ধবন। এটি গল্ফ কোর্স রোডে অবস্থিত।
কিন্তু হঠাৎ কেন এই নতুন অ্য়াপার্টমেন্টটি নিলেন ধবন? কিছুদিন আগেই পন্য পরামর্শদাতার কাজ করা আইরিশ সুন্দরী সোফি শাইনের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়েছিল। এরপর সোফি নিজের ইনস্টাগ্রামে ধবনকে 'মাই লাভ' বলে সম্বোধনও করেছিলেন। দুজনে যে প্রেম করছেন চুটিয়ে, তা এর থেকেই পরিষ্কার ছিল। এর আগে অস্ট্রেলিয়া নিবাসী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধবন। কিন্তু ২০১২ সালে বিয়ে হলেও ২০২১ সালেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। ছেলে জোরাভরকে নিয়েও ধবন ও আয়েশার মধ্যে টানাটানি অব্যাহত। তবে এর মধ্য়েই গব্বরের জীবনে এসেছিলেন সোফি। তাহলে কি তাঁর সঙ্গেই এবার নতুন অ্য়াপার্টমেন্ট থাকবেন? সেই গুঞ্জনও কিন্তু উঠছে। সোফির সঙ্গে দুবাইয়ে দেখা হয়েছিল ধবনের। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম শুরু হয়। দুজনে ব্যক্তিহত ভাবে এই বিষয়ে মুখ কখনও খোলেননি। কিন্তু তাঁদের সোশ্য়াল মিডিয়ায় ছবি দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে।
গত বছর অক্টোবরে ধবন পুরোপুরি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এই বাঁহাতি ওপেনারের। ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার ৫০ ওভারের ফর্ম্যাটে গব্বরকে দেখা গিয়েছিল দেশের জার্সিতে।
কিছুদিন আগেই অপারেশন সিঁদুরের জন্য কর্নেল সোফিয়া কুরেশিকে ধন্যবাদ জানিয়েছিলেন শিখর ধবন। প্রাক্তন বাঁহাতি ওপেনার সোফিয়া কুরেশিকে দেশের নায়ক বলে অভিহিত করেছেন এবং দেশের জন্য যে অসম সাহসের সঙ্গে লড়াই করেছেন, তাকে কুর্নিশ জানিয়েছেন। সেই সঙ্গে দেশের হয়ে যে মুসলিমরা ভারতীয় সেনার উর্দিতে লড়াই করছেন, তাঁদের প্রতি সম্মান জানিয়েছেন বাঁহাতি তারকা ক্রিকেটার। এই প্রথমবার নয় যখন শিখর ধবন দেশপ্রেম দেখিয়েছেন। এর আগে তিনি ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিরূপ মন্তব্য করা প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদিকেও মুখের মতো জবাব দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় শিখর ধবন এবং শাহিদ আফ্রিদির ঝগড়া শুরু হয় পহেলগাঁও হামলার পর প্রাক্তন পাক ক্রিকেটার যখন বলেছিলেন যে, একটা পটকা ফাটলেও ভারত পাকিস্তানকে দায়ী করতে শুরু করে। আফ্রিদি ভারতীয় সেনার জন্য অশোভন মন্তব্যও করেছিলেন। এরপর শিখর ধবন ‘গব্বর’ রূপ ধারণ করে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে তীব্র ধিক্কার জানান। তিনি আফ্রিদিকে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের কথা মনে করিয়ে দেন। ধবন এটাও বলেছিলেন যে, পাকিস্তানিরা ইতিমধ্যেই অনেক নিচে নেমে গিয়েছে। তার চেয়ে বেশি তারা আর কতটা নিচে নামবে।




















