Shreyas Iyer Update: ছিঁড়েছে প্লীহা, হয়েছে রক্তক্ষরণ, শ্রেয়সের বর্তমান পরিস্থিতির আপডেট দিল বিসিসিআই
Shreyas Iyer: আজই শ্রেয়স আইয়ারের স্ক্যান করা হয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।

মুম্বই: তৃতীয় ওয়ান ডেতে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে চোট পান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁকে মাঠ থেকে বের করে সিডনির হাসপাতালে ভর্তি করা বলে শোনা যাচ্ছিল। এবার তাঁর চোট নিয়ে সম্পূর্ণ আপডেট দিল বিসিসিআই (BCCI)।
বিভিন্ন রিপোর্ট দাবি করা হচ্ছিল শ্রেয়সের প্লীহাতে চোট লেগেছে, তাঁর অভ্য়ন্তরীণ রক্তক্ষরণও হয়েছে। সেই বিষয়টিই নিশ্চিত করল বিসিসিআই। জানিয়ে দেওয়া হল তাঁর প্লীহা ছিঁড়েছে এবং রক্তক্ষরণও হয়েছে। তবে শ্রেয়সের চোটের আপডেট দিয়ে ভারতীয় সমর্থকদের আশ্বস্তও করল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানানো হল শ্রেয়সের পরিস্থিতির আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন।
বোর্ডের তরফে বিবৃতিতে বলা হয়, 'শ্রেয়স ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে তলপেটে চোট পান, যার জেরে ওঁর প্লীহা ছিঁড়ে যায় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। চোটটি দ্রুতই পর্যবেক্ষণ করে রক্তক্ষরণ বন্ধ করা হয়। ওঁ বর্তমানে স্থিতিশীল এবং আপাতত পর্যবেক্ষণেই রয়েছেন। ২৮ অক্টোবর ওঁর স্ক্যান করা হলে পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি ধরা পড়ে এবং শ্রেয়স সুস্থ হওয়ার পথে অগ্রসর। ভারত এবং সিডনিতে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বিসিসিআইয়ের মেডিক্যাল দল ওঁর অবস্থার দিকে নজর রাখছে।'
রক্তক্ষরণ হচ্ছিল ক্রমাগত। সূত্রের খবর, ভারতীয় দলের ড্রেসিংরুমেও না কি অজ্ঞান হয়ে গিয়েছিলেন শ্রেয়স। আগেই শোনা গিয়েছিল তাঁর পাঁজর এবং প্লীহাতে চোটের জন্য শ্রেয়সের ছোট্ট একটি অস্ত্রপচার হয়েছে বলে শোনা যাচ্ছে। এই অস্ত্রপচারের পরেই ভারতীয় দলের ওয়ান ডে সহ-অধিনায়ককে আপাতত কয়েকদিনের জন্য হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি বিপদমুক্ত এবং তাঁকে আইসিইউ থেকেও বের করে আনা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক এই বিষয়ে কথা বলতে গিয়ে PTI-কে জানান, 'ওকে আইসিইউর থেকে বের করে আনা হয়েছে। তবে সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেতে এখনও কয়েকটি দিন লাগবে।'
ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গেও কথা বলেছেন শ্রেয়স আইয়ার। সূর্য জানান, 'আমরা ওর সঙ্গে কথা বলেছি। ওর চোটের বিষয়ে জানতে পেয়ে আমি ওকে ফোন করেছিলাম। তখন বুঝতে পারি যে শ্রেয়সের সঙ্গে ওর ফোন নেই। তারপর আমাদের ফিজিও কমলেশ জৈনকে ফোন করে জানতে পারি ওর পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। প্রথম দিন ও কেমন ছিল, সেই নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে আপাতত ওকে ঠিকঠাক দেখাচ্ছে। শেষ দুই কথা হয়েছে ওর সঙ্গে এবং ও রিপ্লাইও দিচ্ছে। ফোনে যখন রিপ্লাই করতে পারছে, তখন ও স্থিতিশীল বোঝাই যাচ্ছে।'




















