Shubman Gill: ম্য়াচ হেরে কীসের দিকে আঙুল তুললেন শুভমন? রোহিতকে নিয়েও বড় মন্তব্য
India vs Australia: একটি নয়, তিন-তিনটি ক্যাচ পড়ল। অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেও ম্যাচ ও সিরিজ হেরে বসল ভারত। একর ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ নিজেদের ঝুলিতে ভরল অস্ট্রেলিয়া।

অ্যাডিলেড: একটি নয়, তিন-তিনটি ক্যাচ পড়ল। অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেও ম্যাচ ও সিরিজ হেরে বসল ভারত। একর ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ নিজেদের ঝুলিতে ভরল অস্ট্রেলিয়া।
যে ব্যর্থতার পর দলের ফিল্ডারদের দিকে আঙুল তুললেন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। ওয়ান ডে দলের অধিনায়ক হিসাবে প্রথম সিরিজেই হার। শুভমন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পর্যাপ্ত রান উঠেছিল বোর্ডে। ম্যাচ হাতছাড়া হল ফিল্ডিংয়ের সমস্যায়।
ম্যাচের শেষে সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক অ্যাডাম গিলক্রিস্টকে শুভমন বলেন, 'বোর্ডে যথেষ্ট রান তুলেছিলাম আমরা। তবে গোটাকয়েক ক্যাচ ফেললে কখনওই এই ধরেনর পুঁজি রক্ষা করে ম্যাচ জেতা সহজ হয় না। প্রথম ম্যাচে টসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে সেরকম হয়নি। দুই দলই ৫০ ওভার করে খেলেছে। ১৫-২০ ওভার হয়ে যাওয়ার পরই উইকেট খুব ভাল হয়ে গিয়েছিল।'
অস্ট্রেলিয়া (India vs Australia) ইনিংসের চতুর্থ ওভারের শেষ বল। ভারতীয় পেসার অর্শদীপ সিংহের বলে ট্র্যাভিস হেডের ক্যাচ দুরন্ত প্রয়াসের পরেও ফেলে দিলেন নীতীশ কুমার রেড্ডি। হেড তখন মাত্র ৭ রানে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত ২৮ করে ফিরলেন।
সেই নীতীশ কুমার রেড্ডির বলেই পড়ল পরের ক্যাচ। এবার ম্যাথু শর্টের ক্যাচ পয়েন্টে দাঁড়িয়ে ফেলে দিলেন বাঁহাতি স্পিনার অক্ষর পটেল। ১৬তম ওভারের চতুর্থ বলে। শর্ট তখন ২৩ রানে ব্য়াট করছিলেন। একটু পরেই তিনি ওয়ান ডে কেরিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরিটা করলেন।
আরও একবার প্রাণ ফিরে পেলেন শর্ট। অস্ট্রেলিয়া ইনিংসের ২৯তম ওভার। ওভারের পঞ্চম বলে ফের পড়ল শর্টের ক্যাচ। হতভাগ্য বোলারের নাম এবার ওয়াশিংটন সুন্দর। ক্যাচ ফেললেন মহম্মদ সিরাজ। লোপ্পা ক্যাচ। ৭৮ বলে ৭৪ রানের ম্যাচ ঘোরানো ইনিংস খেলে দিলেন শর্ট।
স্বাভাবিকভাবেই দলের ফিল্ডিং নিয়ে অসন্তুষ্ট শুভমন। তবে রোহিত শর্মার ফর্মে ফেরা দেখে উচ্ছ্বসিত তিনি। শুভমন বলেছেন, 'দীর্ঘদিন পরে ফিরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা মোটেও সহজ নয়। আমি তো বলব আরও বড় ইনিংস অপেক্ষা করেছিল রোহিত ভাইয়ের জন্য যে সুযোগ হাতছাড়া হল।'
#TeamIndia with a spirited performance but it’s Australia who win the 2️⃣nd ODI by 2 wickets.
— BCCI (@BCCI) October 23, 2025
They take an unassailable 2-0 lead in the series
Scorecard ▶ https://t.co/aB0YqSCClq#AUSvIND pic.twitter.com/dNjwbXIsXU




















