দুবাই: বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। নতুন বছর শুরুর আগেই ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে পুরুষ ও মহিলাদের সেরা ক্রিকেটার দৌড়ে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করে দেওয়া হল। মহিলাদের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। 


টানা দ্বিতীয়বার সেরা?


গত বছর মহিলাদের বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন স্মৃতি। এ বছরও ফের একবার বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। মান্ধানাই এই বছরে ভারতীয় মহিলা দলের হয়ে তিন ফর্ম্যাট মিলিয়ে সর্বাধিক রান করেছেন। ৩৮টি ম্যাচে মান্ধানার মোট সংগ্রহ ১২৯০ রান। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমস, উভয় টুর্নামেন্টেই তিনি ভারতের হয়ে বেশ ভালই পারফর্ম করেন। এর সুবাদেই টানা দ্বিতীয় বছর বর্ষসেরা হওয়ার হাতছানি রয়েছে ভারতীয় ওপেনারের সামনে। তবে মান্ধানাকে কড়া টক্কর জানাবেন ইংল্যান্ডের ন্যাট সিভার। এছাড়াও নিউজিল্য়ান্ডের অ্যামিলিয়া কের ও অস্ট্রেলিয়ার বেথ মুনিও দৌড়ে রয়েছেন।  


তবে মহিলাদের বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে এক ভারতীয় থাকলেও, পুরুষদের বর্ষসেরা হওয়ার দৌড়ে কিন্তু কোনও ভারতীয় নেই। স্যার গ্যারফিল্ড সোবার্স পুরস্কার পাওয়ার দৌড়ে এ বছর সিকান্দার রাজা (Sikandar Raza), বেন স্টোকস, টিম সাউদি ও বাবর আজম (Babar Azam) রয়েছেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সাম্প্রতিক সময়ে একের পর এক রেকর্ড ভেঙেছেন, নতুন রেকর্ডও গড়েছেন। গত বছরের সেরা ওয়ান ডে খেলোয়াড় হওয়া বাবর এ বছরও ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। তিনি ৪৪টি ম্যাচে এই বছরে মোট ২৫৯৮ রান করেছেন।


এই বছরটি অধিনায়ক বেন স্টোকসের উত্থানের পরিচয়বাহক। একের পর এক ম্যাচ হেরে বিধ্বস্ত ইংল্যান্ড দলের দায়িত্ব নিয়ে স্টোকস দলের চেহারাটাই বদলে দেন। যদি সাদা বলের ক্রিকেটে স্টোকসের এই বছরটা খুব একটা ভাল কাটেনি। এমনকী তিনি ওয়ান ডে ক্রিকেট থেকে নিজের অবসরও ঘোষণা করেন। তবে বছরের শেষের দিকে ফের একবার বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে শেষ পর্যন্ত টিকে থেকে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতান ইংল্যান্ড তারকা। স্টোকস এ বছরে ২৮টি ম্যাচে মোট ১০৬৬ রান করার পাশাপাশি ৩৩টি উইকেটও নিয়েছেন। 


রাজার স্বপ্নের বছর


এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ে দুরন্ত পারফর্ম করে। জিম্বাবোয়ের দুরন্ত পারফরম্যান্সের পিছনে মতান্তরে সবথেকে বড় অবদান ছিল সিকান্দার রাজার। সাদা বলের উভয় ফর্ম্যাটেই ব্যাট, বল হাতে সিকান্দারের পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। ৩৯টি ম্যাচে রাজা ৩৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ১৩৮০ রানও করেছেন। এছাড়াও নিউজিল্যান্ডের সদ্য নির্বাচিত টেস্ট অধিনায়ক টিম সাউদিও বর্ষসেরা হওয়ার দৌড়ে রয়েছেন।  


আরও পড়ুন: উন্নত চিকিৎসার জন্য পন্থকে আনা হতে পারে নয়াদিল্লিতে: ডিডিসিএ ডিরেক্টর