Smriti Mandhana: শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন স্মৃতি মান্ধানা, নিশ্চিত করলেন পলাশ মুচ্ছল
Palash Muchhal: স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল খবর অনুযায়ী ২০১৯ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

নয়াদিল্লি: বর্তমানে ভারতের মাটিতে রমরমিয়ে চলছে মহিলাদের বিশ্বকাপের আসর। সেখানে ভারতীয় দল বর্তমানে ইনদওরে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলছে। ঘটনাক্রমে, এই ইনদওরেরই বৌমা হতে চলেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। এই খবরে সিলমোহর দিলেন পলাশ মুচ্ছল (Palash Muchhal)।
পেশায় গায়ক, সংগীত পরিচালক পলাশ মুচ্ছল গায়িকা পলক মুচ্ছলের সম্পর্কে ভাই হন। তিনি আদপে ইনদওরেরই ছেলে। এই পলাশ মুচ্ছলের জন্ম কিন্তু ইনদওরেই। তাঁর সঙ্গে বিগত বেশ কয়েক বছর ধরে স্মৃতির সম্পর্কে রয়েছেন বলে খবর। শোনা যায় তাঁরা নাকি ইতিমধ্যেই বাগদানও সেরে ফেলেছেন। এবার চার হাত এক হতে চলেছে। পলাশ নিজেই স্মৃতির সঙ্গে তাঁর বিয়ের খবরে সিলমোহর দেন। মুচ্ছল সাংবাদিকদের বৈঠক, 'ওঁ অদূর ভবিষ্যতে ইনদওরের পুত্রবধূ হতে চলেছে। আমি শুধু এটুকুই বলতে চাই।'
ক্রিকেট ও বলিউডের সম্পর্ক বহু পুরনো। বিরাট কোহলি, হরভজন সিংহদের স্ত্রীরা বলিউডের অভিনেত্রী। এবার ফের একবার বলিউড ও ক্রিকেটের মেলবন্ধন ঘটতে চলছে। দুইজনে ২০১৯ সাল থেকে ডেট করছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে ছবিও রয়েছে।
View this post on Instagram
এর আগে গত বছরের শুরুর দিকে দু'জনের একটি কেক কাটার ছবি ভাইরাল হয়েছিল। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে পাঁচ লিখেছিলেন পলাশ। তখনই সকলে আন্দাজ করেছিলেন যে চুপিচুপি হয়তো তাঁরা নিজেদের সম্পর্কের পাঁচ বছর কাটিয়ে ফেলছেন। সেই সেলিব্রেশন করতেই কেক কাটা। সূত্রের খবর, দিদি বলিউড গায়িকা পলক মুচ্ছলের সামনেই নাকি কোনও এক অনুষ্ঠানে স্মৃতিকে প্রেম নিবেদন করেছিলেন পলাশ। এরপর থেকেই দুজনের সম্পর্কের শুরু। এবার স্মৃতি ও পলাশ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন।
তবে তার আগে বর্তমানে বিশ্বকাপ খেলছে ভারত। স্মৃতি ভারতীয় দলের ওপেনার হওয়ার পাশাপাশি দলের সহ-অধিনায়কও বটে। নাগাড়ে দুই জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর পর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হারে খানিক চাপে। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত। সেই ম্যাচ এবং আসন্ন ম্যাচগুলির জন্য় স্মৃতিকে শুভেচ্ছাও জানিয়েছেন পলাশ। তিনি বলেন, 'ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং স্মৃতির জন্য আমার শুভকামনা রইল। আমরা তো সবসময়ই চাই যাতে ভারতীয় ক্রিকেট দল প্রতিটি ম্যাচ জেতে এবং দেশের মুখ উজ্জল করে।'




















