Cricket News: পুলওয়ামায় নিহত জওয়ানের সন্তান হরিয়ানা ক্রিকেট দলে, উচ্ছ্বসিত মেন্টর বীরেন্দ্র সহবাগ
Pulwama Terror Attack: পুলওয়ামায় সেই জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন বিজয় সোরেং । এক পুত্রসন্তানের পিতা । সেই খুদের নাম রাহুল সোরেং ।

নয়াদিল্লি: ছয় বছর আগের অভিশপ্ত একদিন । ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি । যে দিনটিকে প্রেমদিবস হিসাবে পালন করা হয়, সেদিনই ঘটেছিল মর্মান্তিক ঘটনা । জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় হামলা (Pulwama Terror Attack) চালায় জঙ্গিরা । শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান । যে ঘটনার ক্ষত ভারতবর্ষের ইতিহাসে থেকে গিয়েছে ।
পুলওয়ামায় সেই জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন বিজয় সোরেং । এক পুত্রসন্তানের পিতা । সেই খুদের নাম রাহুল সোরেং । যদিও বাবাকে হারানোর পর তার জীবন থেমে থাকেনি । স্বপ্ন দেখা বন্ধ হয়নি । তার পাশে দাঁড়িয়েছিলেন বীরেন্দ্র সহবাগ । ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুলের পড়াশোনা ও খেলাধুলোর যাবতীয় দায়িত্ব নিয়েছিলেন । সহবাগ আন্তর্জাতিক স্কুলে পড়াশোনার বন্দোবস্ত হয়েছিল রাহুলের । ২০১৯ সাল থেকে সহবাগ আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করছে রাহুল । তার ক্রিকেটে হাতেখড়িও সহবাগের অ্যাকাডেমিতে ।
সেই রাহুল এবার হরিয়ানার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে জায়গা পেল । গত বছর ডিসেম্বর মাসে বিজয় মার্চেন্ট ট্রফিতে হরিয়ানার অনূর্ধ্ব ১৬ দলে জায়গা পেয়েছিল রাহুল । তার আগে হরিয়ানার অনূর্ধ্ব ১৪ দলেও খেলেছে । এবার আরও এক ধাপ ওপরে খেলার সুযোগ । রাহুলকে নিয়ে স্বপ্ন দেখছে গোটা দেশ ।
রাহুল সোরেংকে নিয়ে বীরেন্দ্র সহবাগ উচ্ছ্বসিত । তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, 'হরিয়ানার অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পাওয়ার জন্য রাহুল সোরেংকে অনেক অভিনন্দন । ওর বীর পিতা পুলওয়ামায় শহিদ হয়েছিলেন এবং তারপর রাহুলের পাশে দাঁড়াতে পারা আমার কাছে সৌভাগ্যের । ওর সফর নিয়ে আমি ভীষণ গর্বিত ।'
Congratulations to Rahul Soreng on being selected in the under-19 Haryana team.
— Virrender Sehwag (@virendersehwag) October 10, 2025
Since his brave father attained martyrdom in Pulwama, it has been my privilege to support Rahul and i am extremely proud of his journey. pic.twitter.com/J9USNWKID7
বরাবরই দেশপ্রেমী সহবাগ । পুলওয়ামা কাণ্ডের পরই তিনি জানিয়েছিলেন যে, শহিদ পরিবারের পাশে রয়েছেন । তারপরই তিনি রাহুলের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নেন । তাঁর হাতে তৈরি রাহুলই এখন ভারতীয় দলে খেলার স্বপ্নে বুঁদ ।




















