Sourav On Shami: ইডেনে বাংলাকে রঞ্জি ম্যাচ জেতালেন শামি, মুগ্ধ সৌরভ বললেন, 'দেশের সেরাদের একজন...'
Eden Gardens: ম্যাচের শেষে ডানহাতি ফাস্টবোলারকে প্রশংসায় ভরালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনে বাংলার নাটকীয় জয় ক্লাব হাউসের বক্সে বসে দেখলেন সৌরভ।

সন্দীপ সরকার, কলকাতা: তিনি নাকি ফিট নন। ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর উঠতে বসতে বলছেন, মহম্মদ শামি (Mohammed Shami) ফিট থাকলে ভারতীয় দলে খেলতেন। উপেক্ষা হজম করতে পারেননি। পাল্টা বিবৃতি দিয়েছেন শামিও। জানিয়ে দিয়েছেন, তিনি ফিট কি না নির্বাচকদের জানানো তাঁর কাজ নয়।
এবার বল হাতেও জবাব দিলেন শামি। ইডেনে বাংলা বনাম উত্তরাখণ্ড ম্যাচের শেষ দিন বল হাতে আগুন ছোটালেন শামি। তাঁর আগুনে স্পেলে ছারখার হয়ে গেল দ্বিতীয় ইনিংসে উত্তরাখণ্ডের প্রতিরোধ। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন শামিই।
ম্যাচের শেষে ডানহাতি ফাস্টবোলারকে প্রশংসায় ভরালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনে বাংলার নাটকীয় জয় ক্লাব হাউসের বক্সে বসে দেখলেন সৌরভ। ম্যাচের পর সিএবি প্রেসিডেন্ট বাংলার ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেন।
বাংলার ড্রেসিংরুম থেকে বেরনোর পরই সৌরভকে প্রশ্ন করা হয়েছিল, কেমন দেখলেন শামিকে? এবিপি লাইভ বাংলাকে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বললেন, 'শামি দারুণ বোলার। ভারতের সেরাদের মধ্যে একজন।' তার আগে খেলা দেখার ফাঁকেও শামির প্রশংসা করেছিলেন সৌরভ। বলেছিলেন, 'যত ম্যাচ খেলবে, আরও ধারাল হবে শামি।'
চোট সারিয়ে দলীপ ট্রফি খেলেছিলেন। এবার বাংলার জার্সিতে প্রত্যাবর্তন শামির। প্রথম ইনিংসে ৫ বলে তিন উইকেট তুলে উত্তরাখণ্ডকে অল আউট করেছিলেন। উত্তরাখণ্ডের দ্বিতীয় ইনিংসে শুরুর দিকে দাগ কাটতে পারেননি। তৃতীয় দিন পিচ নিয়েও বাংলা শিবিরে ছিল অসন্তোষ।
তবে জ্বলে ওঠার জন্য শামি বেছে নিলেন মোক্ষম সময়। চতুর্থ দিন তুলে নিলেন চার উইকেট। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে উত্তরাখণ্ডের স্কোর ছিল ১৬৫/২। ১১০ রানের খামতি মিটিয়ে বাংলার চেয়ে ৫৫ রানে এগিয়ে গিয়েছিল উত্তরাখণ্ড। ম্যাচ ড্র হবে কি না, তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। ইডেনের পিচ নিয়ে প্রশ্ন উঠছিল। বলা হচ্ছিল, নিষ্প্রাণ পিচে সুবিধা পাচ্ছেন না ফাস্টবোলাররা।
তবে শনিবার, ম্যাচের শেষদিন ছিল পেসারদের ঘুরে দাঁড়ানোর পালা। শুক্রবারের স্কোরের সঙ্গে আর ১০০ রান যোগ করে উত্তরাখণ্ড অল আউট হয়ে গেল। প্রথম সেশন ও দ্বিতীয় সেশনে দেড় ওভারের মধ্যে বাকি আট উইকেট তুলে নিলেন বাংলার বোলাররা। যার মধ্যে চার উইকেট নিলেন মহম্মদ শামি। সব মিলিয়ে ম্যাচে সাত উইকেট শামির। ম্যাচের সেরাও হলেন তিনি। যা দেখে মুগ্ধ সৌরভ।




















