(Source: Poll of Polls)
Sourav Ganguly: ভাইফোঁটার পরই কর্মব্যস্ততা ফেলে লন্ডনে পৌঁছে গেলেন সৌরভ, রয়েছে বিশেষ কারণ
Sana Ganguly Birthday: সিএবি প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সৌরভ। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ আয়োজনের যাবতীয় দায়িত্ব তাঁর কাঁধে।

কলকাতা: ভরা ক্রিকেট মরশুম চলছে। শুরু হয়ে গিয়েছে রঞ্জি ট্রফি (Ranji Trophy)। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ জিতে অভিযান শুরু করেছে বাংলা। শনিবার থেকে গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলছে বাংলা।
আর শুক্রবার রাতেই শহর ছাড়লেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। পাড়ি দিলেন লন্ডনে। শুক্রবার সন্ধ্যায় রাজারহাটে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। সেখানে অতিথি ছিলেন সৌরভ। রাতেই ছিল সৌরভের লন্ডনগামী বিমান। রাজারহাট থেকেই সরাসরি বিমানবন্দরের উদ্দেশে রওনা হলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
কিন্তু কেন লন্ডনে গেলেন সৌরভ? কারণ, কন্যা সানার জন্মদিন। আগামী ৩ নভেম্বর ২৪ পূর্ণ করবেন সানা। যিনি এখন লন্ডনে কর্মরত। জন্মদিনে মেয়ের সঙ্গে কাটাবেন বলেই লন্ডনে পৌঁছে গেলেন মহারাজ।
দুর্গাপুজোর সময় কলকাতায় এসেছিলেন সানা। দুর্গাপুজোর সময় কলকাতায় থাকতে ভালবাসেন। কিন্তু কাজের চাপে সব সময় যে পুজোর সময় বাড়িতে ফেরা হয়, তা নয়। এবার যদিও এসেছিলেন। সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধুবান্ধবও। পুজোর কয়েকদিন মজা হুল্লোড়ে কাটিয়েছেন। তারপর লন্ডনে ফিরে যোগ দিয়েছেন কাজে।
আগামী ৩ নভেম্বর সানার জন্মদিন। ২৪ পূর্ণ করবেন সৌরভ-কন্যা। বিশেষ এই দিনটি মেয়ের সঙ্গে কাটাতে চান গঙ্গোপাধ্যায় দম্পতি। যে কারণে লন্ডনে যাওয়া।
গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, লন্ডনেই পারিবারিক বন্ধুদের সঙ্গে সানার জন্মদিন পালন করবেন সৌরভ ও ডোনা। সেখানে একটি পার্টির আয়োজনও করা হচ্ছে। সানার সঙ্গে মুহূর্তটি উপভোগ করতে চান সৌরভ। কবে ফিরবেন? সৌরভ নিজে জানিয়েছেন, তিনি ৪ নভেম্বর কলকাতায় ফিরে আসবেন। সানার জন্মদিন কাটিয়ে।
সামনে ইডেনে রয়েছে বড় ম্যাচ। ভারতের সঙ্গে টেস্ট ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার। আগামী ১৪-১৮ নভেম্বর ইডেনে রয়েছে রোমহর্ষক দ্বৈরথ। একদিনে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে নতুন টিম ইন্ডিয়া। ভারতের টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর প্রথমবার ইডেনে নামবেন শুভমন গিল। সেই ম্যাচকে ঘিরে এখন থেকেই তৈরি হয়েছে উন্মাদনা।
সিএবি প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সৌরভ। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ আয়োজনের যাবতীয় দায়িত্ব তাঁর কাঁধে। তার আগে মেয়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চান সৌরভ।
View this post on Instagram




















