কলকাতা: ময়দানে সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। বাংলার মহারাজা একেবারে হাতের নাগালে। এটা তো স্বপ্নপূরণ হওয়ার সমান। রবিবার বিকেলে তেমনই মুহূর্তের সাক্ষী থাকল কলকাতা ময়দান। যেখানে হঠাৎ করেই ক্লাব ক্রিকেট খেলা দেখতে হাজির প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদাকে এত কাছ থেকে দেখে অনেকেই ছবি তুলতে এগিয়ে এল। অনেকেই অটোগ্রাফ চাইল। কমবেশি সবার আবদারই রাখলেন সৌরভ। সবার সঙ্গে ফটোসেশনেও দেখা গেল মহারাজকে। 


এদিন বিকেলে হঠাৎ করেই ময়দানে হাজির হয়েছিলেন সৌরভ। তাঁকে দেখার জন্য একটা সময় ইডেনের বাইরে রোজই ভিড় হত। সিএসবি সভাপতিহিসেবে দায়িত্ব সামলেছেন যখন। আর তার আগে ক্রিকেটার হিসেবে বারবা ইডেনে সৌরভের পা রাখা মানেই এক অন্য আমেজ তৈরি হত। আইপিএলের সময় যখন সৌরভ পুণের হয়ে খেলছিলেন, তখন গ্যালারি পুরো সৌরভের সমর্থনে চলে গিয়েছিল। সৌরভকে নিয়ে এই শহরের জনপ্রিয়তা এখনও অটুট। এদিন ঠিক তারই প্রতিচ্ছবি দেখা গেল ময়দানে। 


ময়দানে তখন প্রথম ডিভিশন ও দ্বিতীয় ডিভিশনের অনেক ম্য়াচ চলছিল। বাটা স্পোর্টস, ওয়াইএমসিএ, টাউন ক্লাব, রেঞ্জার্স, ফেডারেশন ও অন্যান্য মাঠে খেলাগুলো চলছিল। ঘুরেফিরে প্রায় সবগুলো খেলাই অল্প অল্প করে দেখেন সৌরভ। অনেক কচিকাঁচার সঙ্গে দেখাও করেন। তাঁদের উদ্বুদ্ধও করেন। 


শনিবার ৩০ ডিসেম্বর ২৩ বছর আগের এক সুখস্মৃতিতে ভাসলেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যখন তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকায়। আর মেয়ের মুখ দেখার জন্য শরণাপন্ন হয়েছিলেন প্রযুক্তির।


কন্যা সানার ছবি ই-মেল মারফত কলকাতা থেকে পাঠানো হয়েছিল সৌরভের কাছে। যিনি তখন দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের হয়ে সিরিজ খেলতে ব্যস্ত ছিলেন। কম্পিউটার ডেস্কটপে ই-মেল খুলে সানার ছবি দেখেছিলেন সৌরভ। আর সেই মুহূর্তের ছবি লেন্সবন্দি করে রাখা হয়েছিল। শনিবার যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সৌরভ। সঙ্গে ক্যাপশনে লিখলেন, 'আমার পাওয়া সবচেয়ে মিষ্টি ই-মেল। সানার প্রথম ছবি... সেদিন মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকা কত কাছে।'


ছবিতে দেখা যাচ্ছে, সৌরভের চোখে মুখে আনন্দের ছাপ। ডেস্কটপে তাঁর ইয়াহু মেল আইডি খোলা। মাউসের এক ক্লিকেই তিনি দেখতে পেয়েছেন সানার ছবি। মেয়েকে দেখেই উদ্ভাসিত সৌরভের চেহারা। ঠোঁটের কোণে হাসি। বিদেশে বসেই নিজের পিতৃসত্তাকে সেদিন উপভোগ করেছিলেন বাইশ গজের প্রবাদপ্রতিম তারকা।