রায়পুর: ছত্তীসগঢ় রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের (Vishnudeo Sai) তরফে আগেই আমন্ত্রণ করা হয়েছিল তাঁকে। এবার সেই আমন্ত্রণ রক্ষার্থে বুধবার, ৩ জানুয়ারি তাঁর সঙ্গে দেখা করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সেই সাক্ষাতে সৌরভ বাংলার পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে নিজের স্বাক্ষর করা এক ব্যাট তুলে দেন। বিষ্ণুদেও সাইও কিন্তু 'মহারাজ'কে উপহার দিতে ভোলেননি। সৌরভকে ছত্তীসগঢ়ের বিখ্যাত গামছার পাশাপাশি রাজ্যের জাতীয় পশু, বন্য মহিষের ধাতু দিয়ে তৈরি এক মূর্তি উপহারস্বরূপ দেন। সৌরভ এই সাক্ষাৎকারেই বিষ্ণুদেও সাইকে প্রধানমন্ত্রীর বাঘের সঙ্গে বিখ্যাত ছবির বিষয়ে জিজ্ঞেস করেন। প্রধানমন্ত্রীর সেই ছবিটি এই রাজ্যেই তোলা নাকি, সেই বিষয়ে প্রশ্ন করেন তিনি।
বেশ খানিকক্ষণ দুইজনের মধ্যে কথোপকথন চলে। এই কথোপকথনের সময়েই রায়পুরের জঙ্গল সাফারি থেকে সুগন্ধি চাল দুইজনের মধ্যে না না বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায় চাকরি পেয়েছেন। যা নিয়ে গর্বের শেষ নেই কিংবদন্তি ক্রিকেটারের। উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন সানা। স্নাতক স্তরে সেখানেই পড়াশোনা করেন। ইউসিএলে অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছেন সানা। মাস কয়েক আগে তাঁর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বিলেতে গিয়েছিলেন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়ও। পরে এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছিলেন, চাকরিতে যোগ দিয়েছেন সানা। বলেছিলেন, 'বিশ্বাসই হচ্ছে না যে সানা চাকরি করছে!'
সৌরভ জানিয়েছিলেন, লন্ডনেই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় ইন্টার্নশিপ করছিলেন সানা। তবে ইন্টার্নশিপ নয়, এবার স্থায়ী চাকরি পেলেন সানা। ইনোভারভি নামক লন্ডনের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায়। ইতিমধ্যেই চাকরিতে যোগ দিয়েছেন সানা। তিনি বলেছেন, 'ইন্ডাস্ট্রির সেরাদের সঙ্গে কাজ করতে পারব ইনোভারভি-তে। যে কারণে প্রস্তাব পেয়েই আর দ্বিধা করতে হয়নি। কেরিয়ারের শুরুতেই এরকম একটা সংস্থায় যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। দশ লক্ষের মধ্যে একজন হয়তো এই সুযোগ পান।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: এক দিনে পড়ল ২৩ উইকেট, দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারত এগিয়ে ৩৬ রানে