Sourav Ganguly: ভারতের কোচ হওয়ার ইচ্ছে আছে, সুযোগ কবে পাব জানি না: সৌরভ গঙ্গোপাধ্যায়
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছা আগেও প্রকাশ করেছেন সৌরভ ।

কলকাতা: তাঁর ক্রিকেটীয় মস্তিষ্ককে শ্রদ্ধা করেন সকলেই । কয়েকদিন আগেই সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়েছিলেন, ভবিষ্যতে ভারতীয় দলের (Indian Cricket Team) কোচ হতে তৈরি তিনি । শনিবার কলকাতার এক অনুষ্ঠানে ফের নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন জাতীয় দলের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক । সৌরভ জানালেন, ভবিষ্যতে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার সুযোগের অপেক্ষায় তিনি ।
সৌরভের সঙ্গে শনিবার সন্ধ্যার সেই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । অরূপই সৌরভকে জিজ্ঞেস করেন, ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে তাঁকে কবে দেখা যাবে? সৌরভ বলেন, 'কোচ হিসেবে জানি না সুযোগ কবে পাব । ইচ্ছে আছে, তবে কবে হবে জানি না ।'
ক্রিকেট ছাড়ার পর বিভিন্ন ভূমিকায় মাঠের সঙ্গেই জড়িত থাকতে দেখা গিয়েছে সৌরভকে । কখনও ধারাভাষ্যকার, কখনও ক্রিকেট প্রশাসক, সিএবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও হয়েছেন, কখনও আবার কোচ কিংবা মেন্টর । দিল্লি ক্যাপিটালসের সঙ্গেও যুক্ত । তবে সৌরভ নিজে মনে করেন, তাঁর জন্য সেরা বিকল্প ছিল ক্রিকেট খেলাই । সৌরভ বলেছেন, 'খেলা, প্রশাসক, কোচ এই তিনটির মধ্যে বাছতে বলা হলে ক্রিকেটজীবনটাকেই বেছে নেব ।'
ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছা আগেও প্রকাশ করেছেন সৌরভ । প্রাক্তন বোর্ড সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যদিও জানিয়েছিলেন, তিনি এখনই কোচ হতে চান না । ভবিষ্যতে কখনও সুযোগ এবং সময় এলে তিনি নিশ্চয় এই পদ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি । অতীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ । এছাড়াও দীর্ঘদিন কোচিং বা মেন্টরশিপের কাজে যুক্ত রয়েছেন তিনি । ক্রিকেট প্রশাসনেও দেখা গিয়েছে । সিএবি সচিব, প্রেসিডেন্ট ও পরে বোর্ড প্রেসিডেন্টও হয়েছিলেন তিনি ।
সৌরভ নিজে ফুটবলের ভক্ত । তিনি শনিবারের অনুষ্ঠানে বলেছেন, 'ফুটবল খেলতে ভাল লাগত । কোনও কলকাতার ছেলে যে ফুটবলে লাথি মারেনি, আমি দেখিনি । তা ছাড়া আমি অনেক দিন ফুটবল খেলেছি । তবে ক্রিকেটে বেশি সুযোগ পেয়েছি ।' যোগ করেন, 'ফুটবল খেলতে গিয়ে অনেক চোট পেয়েছি । মা রাতে চুন হলুদ লাগিয়ে দিতেন । ব্যথা কমিয়ে দিতেন ।'




















