কলম্বো: টি-টোয়েন্টি সিরিজ়ে হোয়াইটওয়াশ হতে হয়েছে। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় (IND vs SL ODI series) জয়ের জন্য তাই মরিয়া হয়েই মাঠে নামতে চলেছে শ্রীলঙ্কা। কিন্তু সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা। ওয়ান ডে সিরিজ় থেকে ছিটকে গেলেন মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) ও দিলশান মধুশঙ্কা (Dilshan Madushanka)।
টি-টোয়েন্টি সিরিজ়ে দুই তারকা ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরা ও নুয়ান থুসারা চোটের কারণে খেলতে পারেননি। দুষ্মন্তের শরীর অসুস্থ এবং নুয়ানের বুড়ো আঙুলে চিড় ধরেছে। এঁরা ওয়ান ডে সিরিজ়েও নেই। তাই আগে থেকেই লঙ্কান বোলিং আক্রমণ খানিক দুর্বল ছিলই। উপরন্ত, গোদের উপর বিষফোঁড়ার মতো পাথিরানা ও মধুশঙ্কাও চোট পেয়ে সিরিজ় থেকে ছিটকে গেলেন।
পাথিরানার কাঁধে চোট রয়েছে। ভারত-শ্রীলঙ্কার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান তিনি। ডাইভ মেরে এক ক্যাচ নেওয়ার সময়ই কাঁধে আঘাত লাগে পাথিরানার। মধুশঙ্কার আবার সমস্যা রয়েছে হ্যামস্ট্রিংয়ে। তিনি বাঁ পায়ের পেশিতে সিরিজ় শুরুর আগে অনুশীলনে ফিল্ডিং করার সময় চোট পান। এই দুই তারকা মিলিয়ে মোটামুটি দ্বীপরাষ্ট্রের প্রথম পছন্দের চার ফাস্ট বোলারই ছিটকে গেলেন সিরিজ় থেকে। তাঁদের ছাড়াই ভারতের বিরুদ্ধে মাঠে নামতে হবে শ্রীলঙ্কাকে।
পাথিরানাই সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক উইকেট নিয়েছিলেন। তাঁর অনুপস্থিতি যে দ্বীপরাষ্ট্রের জন্য বড় ধাক্কা, তা বলাই বাহুল্য। মহম্মদ সিরাজ়কে পাথিরানার বদলে শ্রীলঙ্কার দলে সুযোগ দেওয়া হয়েছে। দলে সুযোগ পেয়েছেন মালিঙ্গাও। তবে কিংবদন্তি লাসিথ মালিঙ্গা কিন্তু অবসর ভেঙে ফেরেননি। লঙ্কান দলে সুযোগ পেয়েছেন ইশান মালিঙ্গা। তাঁরা কেমন পারফর্ম করেন, সেইদিকে নজর রাখবেন শ্রীলঙ্কান দলের অনুরাগীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'তোমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা বলছি...' টি-২০ তে ফিরছেন রোহিত! নতুন শুরুর আগে বার্তা দিলেন অধিনায়ক