Sunil Gavaskar: তাঁর নাম করে 'ফেক কোট' ছড়ানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সরব কিংবদন্তি সুনীল গাওস্কর
Sunil Gavaskar complain: বর্ডার-গাওস্কর ট্রফির সময় সুনীল গাওস্কর এক ওয়েবসাইটের বিরুদ্ধে তাঁর নাম করে, মুখে কথা বসিয়ে ভুল প্রতিবেদন ছাপানোয় অভিযোগ দায়ের করেছিলেন।

নয়াদিল্লি: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা। মুহূর্তেই বর্তমানে বিশ্বের একেবারে অপরপ্রান্তে থাকা ব্যক্তিদের সঙ্গে সংযোগ, তাদের জীবনের না না খুঁটিনাটি সম্পর্কে জানা যায়। তবে এই সোশ্যাল মিডিয়ায় আবার ছড়ানো হয় একাধিক ভুল তথ্য। এবার এমনই ভুল তথ্য দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ার না না অ্যাকাউন্টকে কাঠগড়ায় তুললেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।
ভারতীয় দল তথা বিশ্বক্রিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ব্যক্তিত্ব সুনীল গাওস্কর। ক্রিকেট থেকে অবসরের পর কিংবদন্তিকে এখন ধারাভাষ্যকার হিসাবে দেখা যায়। চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়েও তিনি ধারাভাষ্য দিচ্ছেন। গাওস্কর কোনও সময়ই নিজের ব্যক্তিগত মতামত প্রকাশে পিছপা হন না, তা সে যতটাই কাঠখোট্টা হোক না কেন। তবে গাওস্করের দাবি তাঁর নাম করে একাধিক এমন কিছু মতামত বা বক্তব্য পেশ করছে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট, যার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি এক ভিডিওতে বলেন, 'বিগত কয়েক মাসে বেশ কিছু স্পোর্টস ওয়েবসাইট এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট আমার চোখে পড়েছে যার আমার নাম নিয়ে ভুল কথা এবং তথ্য প্রচার করছে, যা আমি কোনওদিন বলিইনি। আমি অনুরোধ করব সবাই সত্যতা যাচাই করে, ফ্যাক্ট চেক করে জিনিসপত্র বিশ্বাস করুন। অন্ধভাবে যা দেখছেন সেটা মেনে নেবেন না।'
View this post on Instagram
গাওস্কর কিন্তু একা নন, অতীতে অনিল কুম্বলে, আর অশ্বিনরাও সোশ্যাল মিডিয়ায় তাঁদের নাম করে ভুয়ো কথাবার্তা তথা খবর ছড়ানোর অভিযোগ করেছেন। বর্ডার-গাওস্কর ট্রফির সময় তো স্বয়ং সুনীল গাওস্কর এক ওয়েবসাইটের বিরুদ্ধে তাঁর নাম করে, মুখে কথা বসিয়ে ভুল প্রতিবেদন ছাপানোয় অভিযোগ দায়ের করেছিলেন। তারপরেও সেই ধারা যে অব্যাহত, তা গাওস্করের এই সম্প্রতি পোস্ট করা ভিডিও আরও একবার প্রমাণ করে দিল।
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ঋষভ পন্থ দুরন্ত ব্যাটিং করেছিলেন। দুই ইনিংসেই তিনি শতরান হাঁকান। এর আগে অস্ট্রেলিয়া সফরে পন্থের শট নির্বাচন দেখে ক্ষুব্ধ হয়ে তিনি ধারাভাষ্য দেওয়ার সময় বলে উঠেছিলেন, 'স্টুপিড, স্টুপিড, স্টুপিড।' যার বাংলা করলে দাঁড়ায়, 'নির্বোধ, নির্বোধ, নির্বোধ।' পন্থের দায়বদ্ধতা নিয়েই কার্যত প্রশ্ন তুলেছিলেন গাওস্কর। তবে লিডসে পন্থের ব্যাটিং দেখার পর সেই গাওস্করই তাঁর প্রশংসা করে বলে উঠেন, 'সুপার্ব, সুপার্ব, সুপার্ব।' বাংলা করলে দাঁড়ায়, 'দুর্দান্ত, দুর্দান্ত, দুর্দান্ত।' অর্থাৎ তিনি সমালোচনা করলে, সময়ে প্রশংসা করতেও কিন্তু কার্পণ্য করেন না।




















