বেঙ্গালুরু: সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল রজত পাতিদার, বেঙ্কটেশ আইয়ারের মধ্য প্রদেশ। যে দলের কোচ কলকাতা নাইট রাইডার্সের প্রশিক্ষক চন্দ্রকান্ত পণ্ডিত। ১৩ বছর পর সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ফাইনালে উঠল মধ্য প্রদেশ। শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে ৭ উইকেটে জিতল মধ্য প্রদেশ। তাদের অধিনায়ক রজত পাতিদার ব্যাট হাতে জ্বলে উঠলেন। ২৯ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেললেন। তাঁর ইনিংসই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করে দিল।
টস জিতে দিল্লি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তাদের ইনিংস শুরু থেকেই ছন্দে ছিল না। নির্ধারিত ২০ ওভারে ১৪৬/৫ তোলে মধ্য প্রদেশ। ওপেনারেরা দিল্লিকে ভাল শুরু দিয়েছিলেন। কিন্তু মিডল অর্ডারে ধস নামতেই সমস্যায় পড়ে যায় দিল্লি। ফের বল হাতে সফল অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি ক্রিকেটার। ১২ রানে ২ উইকেট নেন বেঙ্কি। একই ওভারে জোড়া আঘাত হানেন বেঙ্কটেশ আইয়ার। তুলে নেন আয়ূষ বাদোনি (Ayush Badoni) ও হিম্মত সিংহকে (Himmat Singh)।
মিডল অর্ডারে মাত্র ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় দিল্লি। অনুজ রাওয়াত ২৪ বলে অপরাজিত ৩৩ রান করেন। ময়ঙ্ক রাওয়াতও ২৪ রান করেন। তাঁদের ৪৩ রানের পার্টনারশিপ দিল্লি ইনিংসকে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যায়। যদিও রান ওঠার মন্থর গতির জন্য বড় স্কোর তুলতে পারেনি দিল্লি।
জবাবে ব্যাট করতে নেমে ২৬ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে মধ্য প্রদেশ। আইপিএলে নজরকাড়া স্পিনার সূয়শ শর্মা ৩.৪ ওভারে ৪৫ রান খরচ করেন। এক উইকেট নিলেও হিমাংশু চৌহান ৪ ওভারে ৪৭ রান খরচ করেন। অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা ৩ ওভারে ১২ রান খরচ করে ২ উইকেট নেন। সব মিলিয়ে ৭ ম্যাচে ১০ উইকেট হয়ে গেল তাঁর।
১৪৭ রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে ৪৬/৩ হয়ে গিয়েছিল মধ্য প্রদেশ। সেখান থেকেই ডাকাবুকো ব্যাটিং করে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন রজত পাতিদার। মাত্র ২৩ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩৮ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে তাঁকে যোগ্য সঙ্গত করেন হরপ্রীত সিংহ ভাটিয়া। অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ১০৬ রান যোগ করে দলকে ম্যাচ জেতান তাঁরা।
আরও পড়ুন: ভক্তদের বাঁচানোর জন্য দৌড়ে এলেন, ম্যাচ হারলেও মন জিতে নিলেন হার্দিক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।