হারারে: কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি (T20 Cricket) খেলতে নেমেছিলেন। আর সেখানেই সেঞ্চুরি হাঁকালেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। প্রথম ম্য়াচে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে দুরন্ত পারফর্ম করা অভিষেক। এদিন শুভমন গিল মাত্র ২ রান করে প্য়াভিলিয়নে ফিরে গেলেও অভিষেককে শতরানের আগে থামাতে পারেননি জিম্বাবোয়ের বোলাররা। আগের দিন শূন্য রানে আউট হওয়াটা যে নেহাৎই ফ্লুক ছিল, তা এদিন প্রমাণ করে দিলেন বাঁহাতি ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেটের নিজের প্রথম রান ছিল অভিষেকের ছক্কা হাঁকিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতরান পূরণ করেছিলেন এই বাঁহাতি ছক্কা হাঁকিয়ে। আর প্রথম সেঞ্চুরিও হাঁকালেন ছক্কা হাঁকিয়ে। একসময়ে ৪৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে ব্যাট করছিলেন অভিষেক। সেখান থেকেই টানা তিনটি ছক্কা হাঁকান তরুণ এই বাঁহাতি। আর নিজের প্রথম আন্তর্জাতিক শতরান পূরণ করেন। নিজের ৪৭ বলের ইনিংসে সাতটি বাউন্ডারি ও আটটি ছক্কা হাঁকান এই তরুণ। ২১২-র ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন অভিষেক।
আগের ম্য়াচে হেরে সিরিজে ১-০ পিছিয়ে রয়েছে ভারত। গতকালই প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে নেমেছিল ভারত ও জিম্বাবোয়। কিন্তু সেই ম্য়াচে ব্যাটিং বিপর্যয়ের জন্য হেরে যেতে হয় ভারতকে। কিন্তু এদিন সেই ব্যাটিং ডিপার্টমেন্টই জ্বলে উঠল। তরুণ ভারতীয় দল এদিন গিয়েছে জিম্বাবোয়ে সফরে। একাধিক প্লেয়ারের অভিষেক হয়েছে এই সিরিজে। প্রথম ম্য়াচে অভিষেক, রিয়ান ও ধ্রুবের অভিষেক হয়েছিল। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হয় সাই সুদর্শনের। কিন্তু তিনি যদিও ব্যাট হাতে নামতে পারেননি এদিন।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৪ রান বোর্ডে তুলে নেয় ভারত। গিল ব্যর্থ হলেও অভিষেক ১০০ করেন। রুতুরাজ ৭৭ রান করেন। তিনিও নিজের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন রিঙ্কু সিংহ। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ড থেকে দলকে সমর্থন জোগাতে হয়েছে। ব্যাট হাতে নামার সুযোগ পাননি। সব বোধহয় উসুল করার পালা ছিল। এদিন ২২ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান এই নাইট তারকা।