AFG vs BAN: ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান
T20 World Cup 2024 Live: কারণ এর আগে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এই গ্রুপের থেকে ভারতই একমাত্র দল হিসেবে তিনটি ম্য়াচ জিতেই শেষ চারে জায়গা করে নিয়েছিল।
প্রথমবার কোনও বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে পৌঁছে গেল যুদ্ধবিদ্ধস্ত দেশ আফগানিস্তান।
নবীনের বলে লেগবিফোর হয়ে গেলেন মুস্তাফিজুর। ৮ রানে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে আফগানিস্তান।
দুরন্ত বোলিং নবীন উল হকের। বোল্ড করে দিলেন তাসকিন আহমেদকে। বাংলাদেশের নবম উইকেটের পতন।
বাংলাদেশের ম্য়াচ জিততে চাই ২ ওভারে ১২ রান। আফগানিস্তানের সেমিফাইনালে উঠতে চাই ২ উইকেট।
তানজিম শাকিবকে গুলবদিন আউট করতেই ড্রেসিংরুমে বসে কেঁদে ফেললেন গুরবাজ। আনন্দে আত্মহারা নাইট রাইডার্সের তারকা।
বাংলাদেশের অষ্টম উইকেটের পতন। শাকিবকে ফেরালেন গুলবদিন। ইতিহাস গড়ার আরও কাছে আফগানরা।
বাংলাদেশের সপ্তম উইকেটের পতন। এবার রশিদ খান তুলে নিলেন রিষাদ হোসেনকে। প্রথম বলেই ছক্কা হাঁকানোর চেষ্টায় বোল্ড হয়ে গেলেন রিষাদ।
বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন। রশিদ খানের বলে ক্যাচ দিয়ে ১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন মাহমুদুল্লাহ।
১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৭ রান বোর্ডে তুলল বাংলাদেশ। ৩৪ রান করে ক্রিজে আছেন লিটন। মাহমুদুল্লাহ ১ রানে অপরাজিত। সেমিফাইনালের টিকিট পেতে হলে ১৩ বলে ৩৯ রান করতে হবে টাইগারদের।
২০ মিনিট পরেই শুরু হবে খেলা। কোনও ওভার কমছে না আপাতত।
৩.২ ওভারে ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট হারাল বাংলাদেশ। ক্রিজে লিটন দাস (১৩) ও সৌম্য় সরকার (৬)। ফের শুরু বৃষ্টি।
প্রথম বলেই কট অ্যান্ড বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলেন শাকিব আল হাসান। শূন্য় রান করলেন তিনি। পরপর ২ উইকেট নিলেন নবীন উল হক।
নাজমুল হোসেন শান্ত ফিরে গেলেন প্যাভিলিয়নে মাত্র ৫ রান করে। তাঁকে ফেরালেন নবীন উল হক।
বাংলাদেশের প্রথম উইকেটের পতন। ফাজালাখ ফারুকির বলে আউট হয়ে ফিরলেন তানজিদ হাসান।
বৃষ্টি কমার পর খেলা শুরু। নবীন উল হকের প্রথম ওভারে ১৩ রান তুলল বাংলাদেশ। ৪ বলে ১১ রান করে অপরাজিত লিটন। খাতা খোলেননি এখনও তানজিদ হাসান।
আফগানিস্তান ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেন্ট ভিনসেন্টে শুরু বৃষ্টি। খেলা যদি আর না হয়, তবে কিন্তু আফগানিস্তানই সেমিফাইনালে পা রাখবে।
লোয়ার অর্ডারে ১০ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেললেন রশিদ খান। ৩টি ছক্কা হাঁকালেন তিনি। ২০ ওভারে আফগানিস্তানের স্কোর ১১৫/৫।
আফগানিস্তানের পঞ্চম উইকেটের পতন। ১৮.৪ ওভারে ১০০ রান বোর্ডে তুলতে গিয়ে নাগাড়ে উইকেট হারিয়ে চলেছে আফগান শিবির।
একই ওভারে আরও একটি উইকেট তুলে নিলেন রিষাদ। এবার ফেরালেন গুলবদিনকে। সৌম্য সরকার আরও একবার ক্যাচ ধরলেন।
রিষাদের বলে আউট হলেন রহমনউল্লাহ গুরবাজও। ৫৫ বলে ৪৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ডানহাতি উইকেট কিপার ব্যাটার।
১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৫ রান বোর্ডে তুলে নিল আফগানিস্তান। ক্রিজে আছেন গুরবাজ (৩৯) ও ওমরজাই (৬)।
আফগানিস্তানের প্রথম উইকেটের পতন। ১৮ রান করে ফিরে গেলেন ইব্রাহিম জাদরান। রিষাদ হোসেনের বলে তানজিম হাসানের হাতে ক্য়াচ দিয়ে ফিরলেন ডানহাতি ওপেনার।
৮ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৪৭ রান বোর্ডে তুলল আফগানিস্তান।
পাওয়ার প্লে শেষে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের স্কোর ২৭/০। ক্রিজে আছেন রহমনউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠার ভাগ্য নির্ভর করছে বাংলাদেশের ওপর। আজ বাংলাদেশ জিতলেই একমাত্র অজিরা শেষ চারে জায়গা করে নিতে পারবে। নইলে আফগানিস্তান জিতলে তারাই সেমিতে চলে যাবে।
প্রেক্ষাপট
কিংস্টোন: ভারত গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। পরের দিন আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান সুপার এইটের শেষ মহারণে মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে যে দল জিতবে, তাঁরাই কিছুটা অ্যাডভান্টেজ পাবে সেমিতে ওঠার পথে। তবে আফগানিস্তান যদি এই ম্য়াচ জিে যায় তবে তারাই এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে জায়গা করে নেবে। কারণ এর আগে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এই গ্রুপের থেকে ভারতই একমাত্র দল হিসেবে তিনটি ম্য়াচ জিতেই শেষ চারে জায়গা করে নিয়েছিল।
অস্ট্রেলিয়া গতকাল হারের পর তাদের রান রেটও (-) এ চলে এসেছে। ফলে আজকে বাংলাদেশ যদি আফগানিস্তানের বিরুদ্ধে একটা বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পারে, সেক্ষেত্রে শাকিবদের সামনেও কিন্তু সুযোগ আছে সেমিতে জায়গা করে নেওয়ার। বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচের জন্য একাদশে ফিরিয়েছে সৌম্য সরকার ও তাসকিন আহমেদকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -