সন্দীপ সরকার, কলকাতা: জীবন একটি বৃত্তের মতো। এই রাজা, তো পরের মুহূর্তেই ফকির। আবার পরের মুহূর্তে ফিরে পেতে পারেন রাজ্যপাট। 


রোহিত শর্মা (Rohit Sharma) যেমন। আইপিএলের (IPL) নেতৃত্ব হারিয়েছেন। টি-২০ ফর্ম্যাটে তাঁর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সব প্রশ্নকে গ্যালারির বাইরে উড়িয়ে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) রোশনাই ছড়াচ্ছেন হিটম্যান। ব্যাট হাতে তাঁর নিঃস্বার্থ ক্রিকেট দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটার, বিশেষজ্ঞরা। সেই সঙ্গে অধিনায়ক হিসাবেও জিতে নিয়েছেন মন।


দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালের আগে ক্যাপ্টেন রোহিতকে দরাজ সার্টিফিকেট দিলেন এমন একজন, যিনি নিজে অধিনায়ক হিসাবে ভারতীয় ক্রিকেটের খোলনলচে বদলে দিয়েছিলেন। গড়াপেটার অন্ধকার থেকে ভারতীয় ক্রিকেটকে টেনে তুলেছিলেন আলোর সরণিতে।


তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে যিনি আপ্লুত। শুক্রবার মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে একটি অনুষ্ঠানে সৌরভ বললেন, 'রোহিত শর্মার জন্য আমি খুব খুশি। জীবন একটা বৃত্তের মতো। ৬ মাস আগে ও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কও ছিল না। আর সেই একই লোক এখন ভারতকে অপরাজিত দল হিসাবে বিশ্বকাপের ফাইনালে তুলেছে। ও এমন দুটো বিশ্বকাপের ফাইনালে খেলছে যে দুটিতে ভারত অপরাজেয় থেকে খেলতে নামছে। এর থেকেই বোঝা যায় অধিনায়ক হিসাবে ও কেমন, কতটা দক্ষ।'


 






রোহিতকে যখন জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে সৌরভ। তাই ক্যাপ্টেন রোহিতের সাফল্যে উচ্ছ্বসিত মহারাজ। বলছেন, 'আমি অবশ্য অধিনায়ক হিসাবে রোহিতের সাফল্যে একটুও অবাক নই। আমি যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম আর বিরাট ভারতীয় দলকে আর নেতৃত্ব দিতে চাইছিল না, রোহিতকে অধিনায়ক করা হয়েছিল। ওকে অধিনায়ক করতে খুব জোরাজুরি করতে হয়েছিল। ও তৈরি ছিল, তবু ওকে অধিনায়ক করতে জোর করতে হয়েছিল। ওর অধীনে ভারতীয় দলকে ভাল খেলতে দেখে খুব খুশি। ফাইনালের আগে ওর জন্য অনেক শুভেচ্ছা রইল।'


আরও পড়ুন: ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকাকে হুঙ্কার সৌরভের, কী বললেন মহারাজ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।