নিউ ইয়র্ক: পাকিস্তান ক্রিকেট দলের খারাপ সময় যেন কাটতেই চাইছে না। মাঠের মধ্য়ে বাজে পারফরম্য়ান্স প্লেয়ারদের। এবার স্বদেশীয় প্রাক্তন প্লেয়াররাও আওয়াজ তুলছেন। মহম্মদ হাফিজ, ওয়াকার ইউনিসের পর এবার ওয়াসিম আক্রমও সেই তালিকায় নাম লেখালেন। প্রাক্তন পাক অধিনায়ক তো রীতিমত বিস্ফোরক মন্তব্য করেছেন। পাক দলের খারাপ পারফরম্য়ান্সের জন্য প্রতিপক্ষ দল নয়, পাক দলের প্লেয়াররাই নিজেদের পায়ে কুড়াল মেরেছে বলে মনে করেন স্যুইয়ের সুলতান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারকরী চ্যানেলের ধারাভাষ্যকারের দায়িত্ব সামলাচ্ছেন আক্রম এই মুহূর্তে। ভারতের বিরুদ্ধে হারের পর তিনি বলেন, ''এই পাকিস্তান দলকে ধ্বংস করার জন্য অন্য কোনও দলের দরকার নেই। এরা নিজেরাই নিজেদের ধ্বংস করছে। এই দলটার শত্রু থাকার দরকার নেই। দলের ভেতরেই অনেক শত্রু রয়েছে। এখন কি এই প্লেয়ারদের বুঝিয়ে দিতে হবে যে ম্য়াচ সিচুয়েশন কেমন ভাবে সামলাতে হবে? বাবর, কোচ এঁরা বলবে এখন প্রত্যেক প্লেয়ারকে?''
এখানেই না থেমে আক্রম আরও বলেন, ''৮-১০ বছর ধরে একটা প্লেয়ার ক্রিকেট খেলছে। এখন রিজওয়ানকে আমি গিয়ে বুঝিয়ে দেব যে ওঁদের প্রধান বােলার আক্রমণে এসেছে, উইকেট নিতে এসেছে। এই ওভারটা একটু বুঝে খেলা উচিত। ১০ নম্বর ওভারের পর থেকে কোনও ব্যাটার বাউন্ডারি মারার চেষ্টাই করল না। যার জন্য ১২০ রানও তাড়া করে ম্য়াচ জিততে পারল না পাকিস্তান। একজন পাকিস্তানি হিসেবে আমিও চাইব এই দলটার সমর্থন করতে। কিন্তু সবকিছুর একটা শেষ আছে।''
নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর। ম্য়াচের আগেই বারবার বৃষ্টি নামায় টসের সময়ও পিছিয়ে গিয়েছিল। আবহাওয়ার সুবিধে নিতে চেয়েছিলেন বাবর। বোলাররাও তাঁদের কাজ দারুণভাবেই সেরেছিলেন। আফ্রিদি, রউফ, নাসিমরা মিলে ভারতকে ১১৯ রানের মধ্যে অল আউট করে দেয়। কিন্তু ব্যাটাররা ব্যর্থ হলেন। ভারতের পেস ত্রয়ী বুমরা, সিরাজ, অর্শদীপদের খেলতেই পারেনি পাক ব্যাটিং লাইন আপ। হার্দিকও দারুণ বোলিং করেন। এছাড়া অক্ষর পটেলেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। পাকিস্তান চলতি টুর্নামেন্টে এখনও জয়ের খাতা খুলতে পারেনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাঁরা প্রথম ম্য়াচে হেরে গিয়েছিল।