কিংস্টন: এই মাঠেই বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস তৈরি হয়েছিল। ২০০৯ সালে কিংস্টনে বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই মাঠেই বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইটের দিকে আরও এক কদম এগিয়ে গেল বাংলাদেশ (BAN vs NED)। সেই সঙ্গে ছিটকে দিল শ্রীলঙ্কাকে। 


গ্রুপ ডি-তে ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট হল বাংলাদেশের। এই গ্রুপ থেকে ৩ ম্যাচের তিনটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে জায়গা পাকা করে নিয়েছেন প্রোটিয়ারা। এবারের টি-২০ বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিয়েছে। দলগুলিকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে ৫টি করে দল। প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের সেরা দুটি দল যাবে সুপার এইটে। দক্ষিণ আফ্রিকা আগেই সুপার এইটের টিকিট পেয়ে গিয়েছে। সব কিছু ঠিকঠাক চললে দ্বিতীয় দল হিসাবে সুপার এইটে যাবে বাংলাদেশ। ৩ ম্যাচে শ্রীলঙ্কার ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। শেষ ম্যাচে জিতলেও তারা শেষ করবে ৩ পয়েন্টে। সুপার এইটে ওঠার আর কোনও আশা নেই তাদের।                                    


 






বৃহস্পতিবার টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল নেদারল্যান্ডস। শুরুতেই ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১) ও লিটন দাস (১)। ২৩/২ হয়ে যাওয়ার পর দলকে টানেন তানজিদ হাসান ও শাকিব আল হাসান। ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন শাকিব। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৫৯/৫। ১৬০ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে আটকে যান ডাচরা। রিশাদ হোসেনের ৩ উইকেট। ম্যাচের সেরা হয়েছেন শাকিব।


 






আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০-তে মমতার দাপটে জয়ী কলকাতা, পিয়ালি জেতালেন মালদাকে