নিউ ইয়র্ক: ম্যাচ মাত্র একটি। প্রশ্ন অনেক। কে হবেন ওপেনার হিসাবে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গী? ডেথ ওভারে বোলিং করবেন কে? মহম্মদ শামির অনুপস্থিতিতে দ্বিতীয় প্রধান জোরে বোলার কে? স্পিন বিভাগে কাকে কাকে দেখা যাবে?
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ডঙ্কা বেজে গিয়েছে। ২ জুন শুরু হচ্ছে টুর্নামেন্ট। ৫ জুন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের অভিযান। আর সেই টুর্নামেন্টের আগে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ পাচ্ছে ভারত। ১ জুন, শনিবার, বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবেন রোহিত শর্মারা। যে ম্যাচ থেকে একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আইপিএলে বেশ কয়েক মরশুম ধরেই ইনিংস ওপেন করছেন বিরাট কোহলি। দুর্দান্ত সাফল্যও পাচ্ছেন। এবারও তিনি আইপিএলে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছেন। তারপর থেকেই রোহিত শর্মার সঙ্গে কোহলির ইনিংস ওপেন করার সম্ভাবনা মাথাচাড়া দিচ্ছে। তবে প্রস্তুতি ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না কোহলি। যেহেতু তিনি পরে দেশ থেকে মার্কিন মুলুকের দিকে রওনা হয়েছেন। প্রস্তুতি ম্যাচে সম্ভবত ইনিংস ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। তিনি মুখিয়ে থাকবেন ভাল কিছু করে প্রথম একাদশে ঢোকার দাবি জানিয়ে রাখতে। একইভাবে অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজরা চাইবেন বল হাতে প্রমাণ করতে। যাতে প্রথম ম্যাচে যশপ্রীত বুমরার সঙ্গী হিসাবে নিজের জায়গা পাকা করে নেওয়া যায়।
বিরাট হয়তো প্র্যাক্টিস ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন। তবে তিনি বিশ্রাম নিলে ১৫ সদস্যের দলে ওয়ার্ম আপ ম্য়াচের জন্য ১৪ ক্রিকেটারকে পাওয়া যাবে। যেহেতু এই ম্যাচ আইসিসি-র তকমা পাওয়া আন্তর্জাতিক ম্যাচ নয়, তাি ঘুরিয়ে ফিরিয়ে ১৪ জনকেই খেলানো যাবে।
অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়কে ঠিক করতে হবে, শিবম দুবে, নাকি যশস্বী, কাকে খেলানো হবে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে। রোহিত ও কোহলি ওপেন করলে সুযোগ বেশি শিবমের। যিনি মিডিয়াম পেস বলও করতে পারেন।
বাংলাদেশের বিরুদ্ধে যে পিচে খেলা হবে, তা অপেক্ষাকৃত মন্থর। বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে পরীক্ষা ভারতীয় ব্যাটিংয়ের। শেষ হাসি হাসবে কোন দল?
আরও পড়ুন: চোখধাঁধানো পরিসংখ্যান, কিন্তু ট্রফি জয়ের স্বাদ পাননি, টি-২০ বিশ্বকাপে কোহলির রেকর্ড কী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।