ক্রাইস্টচার্চ: আইপিএলের (IPL 2024) পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। সব দেশই কৌশল সাজানো শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই নিউজ়িল্যান্ডও। টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট। বিশ্বকাপের জন্য সম্ভাব্য ১৫ সদস্যের দল ঘোষণা করে দিল নিউজ়িল্যান্ড (Black Caps)।
ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও ডেভন কনওয়েকে ১৫ সদস্যের দলে রাখা হয়েছে। অনভিজ্ঞ বেশ কয়েকজন মুখ রয়েছে দলে। নেতৃত্বের ভার দেওয়া হয়েছে অভিজ্ঞ কেন উইলিয়ামসনকেই। তবে গোড়ালির চোট থাকা অ্যাডাম মিলনে সুযোগ পাননি। তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হবে।
দলে রয়েছেন অভিজ্ঞ টিম সাউদি, ট্রেন্ট বোল্ট। সাউদির এটা সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। দলে থাকা ক্রিকেটারদের মধ্যে একমাত্র রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি এর আগে কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি। দলে রিজার্ভ প্লেয়ার হিসাবে রাখা হয়েছে বেন সিয়ার্সকে। ১৬তম সদস্য হিসাবে।
গত ফেব্রুয়ারি মাসে আঙুলে চোট পেয়েছিলেন কনওয়ে। সেই চোট না সারায় তিনি পুরো আইপিএল থেকেই ছিটকে যান। তবে আইপিএলে না খেললেও চেন্নাই সুপার কিংসের শিবিরে থেকে অনুশীলন করছেন কনওয়ে। নেটে ব্যাটিং শুরু করেছেন। উইকেটকিপিংও করছেন কনওয়ে। বিশ্বকাপে তিনিই নিউজ়িল্যান্ডের ওপেনার ও উইকেটকিপার হিসাবে প্রথম পছন্দের ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের শেষ টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি উইলিয়ামসন। তৃতীয় সন্তানের জন্মের জন্য তিনি জাতীয় দল থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। তারপর আইপিএলের জন্য পাকিস্তানের বিরুদ্ধে সিরিজেও খেলেননি উইলিয়ামসন।
পুরো দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ডারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপ্স, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স (রিজার্ভ প্লেয়ার)।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।