নিউ ইয়র্ক: মাঝে আর মাত্র দিন দুয়েক সময়। ২ জুন শুরু হয়ে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ৫ জুন ভারত শুরু করছে তাদের অভিযান। প্রথম ম্যাচে ভারতের সামনে আয়ার্ল্যান্ড। দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া থাকবে ভারতীয় দল। ভারতীয় সমর্থকদের প্রত্যাশার পারদও তুঙ্গে। 


'আমরা যেখানেই খেলি না কেন, প্রত্যাশা থাকবেই,' বলছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে কোহলি বলেছেন, 'আমি বলছি না যে, মানুষ আমাদের ওপর প্রত্যাশা করবে না। ক্রিকেট আমাদের দেশে অন্য চোখে দেখা হয়। সেটা আমাদের শক্তিও। তবে এটা নিয়ে খুব বেশি ভাবলে আমাদের দুর্বলতা তৈরি হবে। আমার মনে হয় এটাকে আমাদের শক্তি হিসাবে দেখা উচিত আর এর থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। আমাদের দিকে এত ভক্ত তাকিয়ে রয়েছে ভাবলেই তাগিদ পাওয়া যায়।'


গত বছর ঘরের মাঠে এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই হার ভুলে আরও একটি বিশ্বকাপ খেলতে নামছে ভারত। ২ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৫ জুন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তবে ভারতের সবচেয়ে বড় ম্য়াচ আগামী ৯ জুন। সেদিন চিরপ্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিত শর্মারা। তারপর ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ১৫ জুন কানাডার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের।                        


 






বিশ্বকাপের আগে একটিই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ১ জুন সেই ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। যারা সম্প্রতি আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পরাজয় হজম করেছে। তবে সেই ম্যাচে সম্ভবত খেলবেন না কোহলি। কারণ, আইপিএলের পরে কয়েকদিনের ছুটি নিয়েছিলেন তিনি। দলের সঙ্গে পরে গিয়ে যোগ দেবেন। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েও রেখেছেন। তাঁর বাড়তি ছুটি মঞ্জুরও করেছে ভারতীয় বোর্ড। 


আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০ লিগ শুরু হচ্ছে কবে? ফাইনাল কোথায়? পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।