ওয়েলিংটন: আজ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দল (IND vs NZ 1st T20) মুখোমুখি হচ্ছে। তবে প্রবল বৃষ্টির জেরে এখনও ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। পিছিয়ে গিয়েছে টসও। অবশ্য ক্রিকেটে বরুণদেব বিঘ্ন ঘটিয়েছেন তো কী, দুই দলের খেলোয়াড়রা ইন্ডোরেই ভিন্ন প্রতিযোগিতায় মজেছেন।
ভিন্ন ম্যাচ
বৃষ্টির জেরে খেলা বন্ধ হওয়ায় সময় কাটানোর উদ্দেশে ইন্ডোরেই ফুট ভলিবলে মজেছেন ভারতীয় ও কিউয়ি খেলোয়াড়রা। বিসিসিআইয়ের তরফে সেই ভিডিও পোস্টও করা হয়েছে। ভিডিওয় একদিকে যুজবেন্দ্র চাহাল, ইশ সোধি, সঞ্জু স্যামসনের বিপরীতে টিম সাউদিদের খেলতে দেখা যাচ্ছে। নেট নেই তো কী, তার বদলে চেয়ার দিয়ে তৈরি হয়েছে কাল্পনিক নেট। বেশ মজার ছলেই ফুট ভলিবল উপযোগ করতে দেখা গেল খেলোয়াড়দের।
শুভমনের মন্তব্য
রোহিত শর্মা, কেএল রাহুল নেই, নেই বিরাট কোহলিও। সিনিয়রদের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে (IND vs NZ T20I Series) শুভমনের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। নিজের সম্ভাব্য টি-টোয়েন্টি অভিষেকের আগে স্মৃতির সাগরে ডুব দিলেন ভারতের তরুণ তারকা। এই নিউজিল্যান্ড দেশ যে তাঁর ভীষণ পরিচিত। এই দেশই সাক্ষী তাঁর একাধিক স্মরণীয় মুহূর্তের। চার বছর আগে, ২০১৮ সালে এই নিউজিল্যান্ডেই গোটা বিশ্বের সামনে প্রথমবার নিজের প্রতিভা তুলে ধরেছিলেন শুভমন। ভারতের অনুর্ধ্ব ১৯ দলের হয়ে জিতে নিয়েছিলেন বিশ্বকাপ। টুর্নামেন্ট সেরাও হয়েছিলেন তিনি। তার বছরখানেক পর নিউজিল্যান্ডেই প্রথমবার জাতীয় সিনিয়র দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন শুভমন। এবার সেখানেই সম্ভবত টি-টোয়েন্টি অভিষেকও ঘটাতে চলেছেন তিনি।
২৩ বছর বয়সি শুভমন অতীতের স্মৃতিতে ডুব দিয়ে বলেন, 'আমি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময় প্রথমবার এই দেশে এসেছিলাম। ২০১৯ সালে এখানেই আমার ওয়ান ডে অভিষেকও ঘটে। নিউজিল্যান্ডে আমার অনেক মিষ্টিমধুর স্মৃতি রয়েছে।' অতীতে টি-টোয়েন্টিতে শুভমনের ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। সেই বিষয়ে কথা বলতে গিয়ে শুভমন বলেন, 'আমি অনুশীলনে বেশ কিছু জিনিস নিয়ে কাজকর্ম খেটেছি এবং সাফল্যও পেয়েছি। আমি সবসময় মনে করি ছয় মারাটা শক্তির ওপর নির্ভরশীল নয়, বরং টাইমিংসেয়র ওপর নির্ভরশীল। আমার ব্যাটের কোন অংশে বল লাগছে সেটাই বেশি জরুরি। বল দেখে ঠিক জায়গায় সংযোগ ঘটানোটাই আসল, শুধু জোরে ব্যাট চালিয়ে কোনও লাভ নেই।'
আরও পড়ুন: না তাকিয়েই ছক্কা শ্রেয়স, সঞ্জুর, অনুশীলনে বড় শট হাঁকানোর মহড়া সারলেন ব্যাটাররা