শারজা: মরুদেশে বল হাতে দাপট দেখাচ্ছেন এক বাঙালি ক্রিকেটার। চেতলার বাসিন্দা যুধাজিৎ আগুনে স্পেল, সঙ্গে বৈভব সূর্যবংশীর ব্যাট হাতে শাসন - অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। বুধবার সংযুক্ত আরব আমিরশাহিকে ১০ উইকেটে বিধ্বস্ত করল টিম ইন্ডিয়া।


টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল 8 সংযুক্ত আরব আমিরশাহি। শুরুতেই তাদের ধাক্কা দেন বাংলার ডানহাতি পেসার যুধাজিৎ। তাঁর বলে বোল্ড হয়ে যান আরিয়ান সাক্সেনা। ১৭ বলে ৯ রান করে। তবে প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন বাঙালি পেসার। তাঁর বলে সহজ ক্যাচ ফেলে দেন বৈভব।


শেষ পর্যন্ত যুধাজিতের বোলিং পরিসংখ্যান দাঁড়ায় ৭-০-১৫-৩। ভারতীয় বোলারদের মধ্যে সেরা তিনি। প্রথমে ব্যাট করে ৪৪ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহি। মুহম্মদ রায়ান ছাড়া (৩৫) আর কেউই রান পাননি। ভারতের হয়ে চেতন শর্মা ও হার্দিক রাজ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন কে পি কার্তিকেয় ও আয়ূষ মাত্রে।


আরও পড়ুন: কোচের স্মৃতিসৌধ উদ্বোধনে ফের মুখোমুখি, অসুস্থ বন্ধুর খোঁজ নিলেন সচিন, কেমন আছেন কাম্বলি?


জবাবে ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশী ৪৬ বলে অপরাজিত ৭৬ রান করেন। আইপিএলের নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকা দামে তাঁকে কিনেছে রাদস্থান রয়্যালস। বিহারের ১৩ বছরের কিশোরকে নিয়ে হইচই হচ্ছে। আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি। তবে রান পাচ্ছিলেন না ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে। অবশেষে রানে ফিরলেন বৈভব। আয়ূষ মাত্রে ৫১ বলে ৬৭ রান করে অপরাজিত ছিলেন। ১৬.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যপূরণ ভারতের। ম্যাচের সেরা হয়েছেন আয়ূষ মাত্রে।


 






সংযুক্ত আরব আমিরশাহিকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। শুক্রবার, ৬ ডিসেম্বর সেমিফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ দল। সেই ম্যাচও হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে।




আরও পড়ুন: ইডেনে প্রবেশে কড়াকড়ি! আটকে গেলেন জেলা প্রতিনিধি, নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ সদস্যরা






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।