শারজা: গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে জিতেই এশিয়া কাপের ট্রফি পকেটে পুরেছিলেন রোহিত শর্মারা। এশিয়ার সেরা হওয়ার হাতছানি ভারতীয় দলের ছোটদের সামনেও। শ্রীলঙ্কা হারিয়েই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের (ACC U-19 Asia Cup) ফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়ার জুনিয়াররা। ম্যাচে ভারতের হয়ে ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচ সেরা হয় বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এশিয়া সেরা হওয়া ও বৈভবদের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ। তারা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে। 


সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে শুরুটা কিন্তু ভারতীয় দলই বেশি ভাল করে। চেতন শর্মা শুরুতেই দ্বীপরাষ্ট্রকে নতুন বল হাতে জোড়া ধাক্কা দেয়। পুলিন্দু পেরেইরা রান আউট হয়। চার ওভারের মধ্যেই আট রানে তিনটি উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। তবে শারুজান ও লাকভিন অভয়সিংহ চতুর্থ উইকেটে প্রতিরোধ গড় তোলে। দুইজনে মিলে ৯৩ রান যোগ করে। দেখেশুনেই ইনিংস এগিয়ে নিয়ে যায় তারা। তবে এদিন মনে হয় ভাগ্য ভারতীয় দলেরই সঙ্গে ছিল। ৯৩ রানের চতুর্থ উইকেটের পার্টনারশিপ ভাঙেন ব্যাট হাতে ভারতের ওপেনার আয়ূষ মাত্রে। শারুজানকে ৪২ রানে আউট করেন তিনি।


অধিনায়ক বিকাশও ১৪ রানের বেশি করতে পারেননি। লাকভিনের লড়াকু ইনিংসও শ্রীলঙ্কাকে দু'শো রানের গণ্ডি পার করাতে পারেনি। কিরণ চোরমালে তাকে ৬৯ রানে আউট করেন। তবে ১৭৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ভারতের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন চেতন শর্মা। ফাইনালে পৌঁছনোর জন্য লক্ষ্য কিন্তু একেবারেই আহামরি কিছু ছিল না। তবে ভারতের দুই ওপেনার আয়ূষ ও বৈভব শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে।


দুইজনে মিলে ৯১ রানের পার্টনারশিপ গড়ে। আয়ূষ ৩৪ রানে আউট হলে ভারতের ওপেনিং পার্টনারশিপ ভাঙে বটে, তবে ততক্ষণে ভারতীয় জুনিয়াররা জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল। বৈভব ৬৭ রান করে আউট হয় বটে, তবে ভারতীয় দল হেসেখেলে ম্যাচ জিতে নেয়। ২১.৪ ওভারেই ১৭৪ রানের লক্ষ্য়ে পৌঁছে যায় ভারত। ৩৬ বলে ৬৭ রান করায় ম্যাচ সেরা হয় ১৩ বছরের বৈভবই। ফাইনালে তারা বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে। পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ।      


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: নীতীশের লড়াই সত্ত্বেও স্টার্কের আগুনে বোলিংয়ে প্রথম দিনশেষে অ্যাডিলেডে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া