ইনদওর: ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলামে (IPL Auction) তাঁর হয়ে ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই দর হাঁকায়নি। তবে ঠিক দিন দু'য়েক পরেই এসেছিল চোখধাঁধানো সেঞ্চুরি। ফের একবার শতরান হাঁকিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে উর্ভিল পটেল (Urvil Patel)।
ত্রিপুরার বিরুদ্ধে মাত্র ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন উর্ভিল। ভারতীয় হিসাবে টি-টোয়েন্টিতে এটাই দ্রুততম শতরান। আজ সৈয়দ মুস্তাক আলিতে চলতি মরশুমের পঞ্চম ম্যাচে ফের একবার সেঞ্চুরি হাঁকালেন তিনি। এদিন উত্তরাখণ্ডের বিরুদ্ধে আরেকটু বেশি সময় নিলেন তিনি। আরও স্পষ্টভাবে বললে, আট বল বেশি নিলেন তিনি। ৩৬ বলে এল তাঁর সেঞ্চুরি। ৪১ বলে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেন গুজরাতের কিপার-ব্যাটার। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই গুজরাত খুব সহজেই ১৮৩ রান তাড়া করতে নেমে আট উইকেট ও ৪১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।
এটি গুজরাতের চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চতু্র্থ জয়। এদিন ওপেন করতে নেমে উর্ভিল শুরু থেকেই আগ্রাসী ছন্দে ব্যাটিং করেন। তাঁর ইনিংস সাজানো ছিল আটটি চার ও ১১টি ছক্কায়। এই দিনের সেঞ্চুরির সুবাদেই আরও একটি ইতিহাস গড়লেন উর্ভিল। তিনিই বর্তমানে একমাত্র ভারতীয় ব্যাটার যার দখলে ৪০-র কম বলে একাধিকবার সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব রয়েছে।
এদিনের ম্যাচে রবি বিষ্ণোই নিজের চার ওভারে কোনও উইকেট পাননি। অধিনায়ক অক্ষর পটেলও উইকেট নিতে ব্যর্থ। তবে বিশাল জয়সওয়ালের চার উইকেটে দু'শো রানের গণ্ডি পার করতে পারেনি উত্তরাখণ্ড। জবাবে দুই ওপেনারের ভাল শুরু পর, অধিনায়ক অক্ষর ২৮ রানের ইনিংসে উর্ভিলকে যোগ্য সঙ্গে দিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়েন। তবে এরপরেই কিন্তু নিলামে উর্ভিলের অবিক্রিত থাকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে।
আরও পড়ুন: অ্যাডিলেডে ওপেনিংয়ে ফের রাহুল-যশস্বী! অজ়িভূমে মিডল অর্ডারে ব্যাট করা রোহিত শর্মার রেকর্ড কেমন?